AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Mega Auction: ধাওয়ান-উড পঁচিশের আইপিএলের মেগা নিলামে নেই যে ৭ সুপারস্টার, রইল তালিকা…

IPL Auction 2025: দেখতে দেখতে আইপিএল নিলামের দিন চলে এল। আজ ২৪ নভেম্বর এবং আগামিকাল ২৫ নভেম্বর এই দুই দিন ধরে সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। এ বারের বড় নিলামে বেশ কয়েকজন তাঁরকা ক্রিকেটারকে দেখা যাবে না। এক ঝলকে দেখে নিন তেমন ৭ তারকাকে।

IPL 2025 Mega Auction: ধাওয়ান-উড পঁচিশের আইপিএলের মেগা নিলামে নেই যে ৭ সুপারস্টার, রইল তালিকা...
কোন তারকারা নেই এ বারের আইপিএলের মেগা নিলামে
| Updated on: Nov 24, 2024 | 12:32 PM
Share

কলকাতা: বছরটা শেষ হওয়ার আগেই সকল ক্রিকেট প্রেমীরা জানতে পারবেন পঁচিশের আইপিএলে (IPL 2025) ১০ দলে খেলবেন কোন ক্রিকেটাররা। আজ, ২৪ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসছে আইপিএল নিলামের আসর। এ বারের নিলাম একদিনের নয়। হবে তা দু’দিন। মোট ৫৭৪ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে ঠিক দু’দিন ধরে। আইপিএলের নিলাম তালিকায় ৪৮ জন ক্যাপড এবং ৩১৮ জন আনক্যাপড ভারতীয় এবং ১৯৩ জন ক্যাপড এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড় রয়েছেন। তবে এ বারের আইপিএল নিলামে দেখা যাবে না ৭ তারকা ক্রিকেটারকে। দেখে নিন তালিকা —

শিখর ধাওয়ান – এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শিখর ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে তিনি ছিলেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। ১৭তম আইপিএলের সবগুলো ম্যাচে তিনি খেলতে পারেননি। শেষ আইপিএলে মাত্র ৫টি ম্যাচ খেলেছিলেন গব্বর। প্রীতি জিন্টার পঞ্জাব কিংস মেগা নিলামের আগে তাঁকে রিটেন করেনি। এ বারের নিলামে কোনও পুলে নেই তাঁর নাম।

বেন স্টোকস – এ বারের নিলামে নেই ইংল্যান্ডের অলরাউন্ডার ও টেস্ট টিমের অধিনায়ক বেন স্টোকসের নাম। তিনি ২০২৩ সালের আইপিএলে শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। ২টি ম্যাচ খেলেছিলেন। তিনি পঁচিশের আইপিএলের নিলামে নিজের নাম রেজিস্টার করাননি।

অমিত মিশ্র – ভারতের সিনিয়র তারকা বোলার অমিত মিশ্র গত আইপিএলে ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। ৪১ বছরের অমিত আইপিএলে মোট ১৬২টি ম্যাচ খেলেছেন। এ বারের আইপিএল নিলামে নেই তাঁর নাম। 

মার্ক উড – ইংল্যান্ডের তারকা বোলিং অলরাউন্ডার মার্ক উড শেষ বার ২০২৩ সালে আইপিএলে খেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে 

জো রুট – ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন জো রুটের ২০২৩ সালের আইপিএলে অভিষেক হয়। রাজস্থান রয়্যালসের জার্সিতে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতে করেন ১০ রান। গত আইপিএলে তিনি না খেলার সিদ্ধান্ত জানান। এ বারের আইপিএলের মেগা নিলামে নেই তিনি। 

ক্যামেরন গ্রিন – অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ২০২৪ সালের আইপিএলে আরসিবি স্কোয়াডে ছিলেন। এ বারের রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পর জানা যায় আরসিবি গ্রিনকে রিটেন করেনি। তিনি পিঠে চোট পেয়েছেন। যার ফলে কমপক্ষে আগামী ৬ মাস তিনি মাঠের বাইরে থাকবেন। এ বারের নিলামের রেজিস্টার প্লেয়ারদের তালিকায় নেই গ্রিন।

ক্রিস ওকস – ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস ২০২৪ সালে পঞ্জাব কিংস টিমের হয়ে খেলেছিলেন। কিন্তু তিনি পঁচিশের আইপিএলের মেগা নিলামের জন্য নাম রেজিস্টার করেননি।