Rahul Dravid: নিলামে চমক… উত্তেজনায় টগবগ করে ফুটছেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়
IPL 2025 Mega Auction: সৌদি আরবের জেড্ডায় হতে চলা মেগা নিলামে অংশ নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। দীর্ঘদিন পর তিনি নিলামের সঙ্গে যুক্ত হচ্ছেন। নিজের অভিজ্ঞতা তাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পিঙ্ক আর্মির কোচ।
কলকাতা: টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর আইপিএলে (IPL) কোচ হিসেবে ওয়াপসি হয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। রাজস্থান রয়্যালসে অতীতে দীর্ঘ সময় খেলেছেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে কোচিংও করিয়েছেন। সেখানেই আবার ফিরেছেন দ্রাবিড়। সৌদি আরবের জেড্ডায় আজ, ২৪ নভেম্বর মেগা নিলামের আসর বসছে। বড় নিলামের আজ প্রথম দিন। সেখানে রাজস্থান রয়্যালসের জার্সিতে নিলাম টেবলে দেখা যাবে দ্রাবিড়কে। তার আগে উত্তেজিত পিঙ্ক আর্মির কোচ। জানালেন তাঁর মনের অবস্থা।
আইপিএলের ওয়েবসাইটে শেয়ার করা এক ভিডিয়োতে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কোনও নিলামে অংশ নিইনি। সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে কেটে গিয়েছে প্রায় আট-নয় বছর। আমার মনে পড়ে ২০০৮ সালের প্রথম নিলামে আমি অংশ নিয়েছিলাম। আমার তখন অদ্ভুত লেগেছিল। যত দিন কেটেছে, দলগুলো আরও পরিণত, সংগঠিত হয়েছে। পরিকল্পিত ভাবে চালানো হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বছরের পর বছর ধরে এভাবে চলতে থাকায় বিষয়টা পুরো পেশাদার হয়েছে। একটা উত্তেজনা রয়েছে, কারণ একটা দল তৈরি করা হচ্ছে। আমরা কিছু শক্তিশালী প্লেয়ারদের ধরে রেখেছি। তাই আমরা একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি। তবে নিলামের সময় চিন্তা করা এবং মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ নিলামের সময় চমক অনিবার্যভাবে আসে।’
এই খবরটিও পড়ুন
রাজস্থান শিবিরে ফিরতে পেরে দ্রাবিড় উচ্ছ্বসিত। তাঁর কথায় বারবার সেই উচ্ছ্বাস ফুটে ওঠে। তিনি বলেন, ‘আমি রাজস্থান রয়্যালসে ফিরতে পেরে সত্যিই খুব খুশি। আমি এখানে তিন বছর ক্রিকেট খেলেছি। এখানে কয়েকটা বছর মেন্টর/কোচিংও করিয়েছি। পুরনো বন্ধুদের সঙ্গে আবার একসঙ্গে ফিরতে পেরে এবং দলের উন্নতিতে সাহায্য করতে পেরে ভালো লাগছে। আমি নিলামে নতুন প্লেয়ারদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। আগামী বছর আইপিএল খানিক আগেই তো শুরু হবে।’
মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছে রাজস্থান রয়্যালস। তাঁরা হলেন – সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও সন্দীপ শর্মা। এ বার দেখার মেগা নিলামের প্রথম দিন কোন কোন ক্রিকেটারকে কিনতে পারে টুর্নামেন্টের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন।
𝗧𝗮𝗸𝗶𝗻𝗴 ‘𝗥𝗼𝘆𝗮𝗹’ 𝗚𝘂𝗮𝗿𝗱 💗
Rahul Dravid is back with the @rajasthanroyals as their Head Coach ahead of the #TATAIPLAuction 🙌
This one’s from Yours Truly – Mr Dravid 😃
Find out 🎥🔽 #TATAIPL
— IndianPremierLeague (@IPL) November 23, 2024