এক নজরে…
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার নাম লিখিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার জিমি অ্যান্ডারসন। অকশনে তাঁর নাম উঠবে কি না, সেটাই দেখার। কোনও দল আগ্রহী হলে তবেই নাম ডাকা হবে।
আপাতত বিরতি। এরপর অ্যাকসেলেরেশন অকশন। সমস্ত টিম তালিকা দেখে নাম জমা দেবে। সেই অনুযায়ী অকশন হবে।
দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার। ৭৫ লক্ষ বেস প্রাইস। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সদ্য় চার ম্যাচের সিরিজে। কেউ বিড করল না। আনসোল্ড।
ইংল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার। ২ কোটি বেস প্রাইস। কেউ বিড করেনি। এখনও অবধি না। আনসোল্ড।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার। ব্যাটের হাত ভালো। বেস প্রাইস ১.৫০ কোটি। আপাতত কেউ বিড করেনি। লাস্ট চান্স। আনসোল্ড।
শ্রীলঙ্কার বোলার। ৭৫ লক্ষ বেস প্রাইস। কেউ বিড করেনি। আনসোল্ড।
আফগান স্পিনার ৭৫ লক্ষ বেস প্রাইস। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করছে। কেকেআর ওপেনিং বিড করল। গত মরসুমে কেকেআরে ছিলেন। সেই অর্থে খেলানো হয়নি। কেকেআরের সঙ্গে লড়াইয়ে আরসিবি। ১.৫০ কোটি কেকেআর। আরসিবি ভাবনায়। ১.৬০ কোটি আরসিবি। কেকেআর মরিয়া। ১.৭০ কোটিতে দান ছাড়ল আরসিবি। ১.৮০ কোটিতে আরসিবি ফিরল। ১.৯০ কোটি কেকেআর। আরসিবি ২ কোটি। কেকেআর ২.২০ কোটি। আরসিবি দান ছাড়ল আবারও। ২.২০ কোটি কেকেআর। মুম্বই লড়াইয়ে ঢুকল। কেকেআরের সঙ্গে লড়াই। ৪ কোটি দর তুলল মুম্বই। কেকেআর দীর্ঘ ভাবনায়। কেকেআর ৪.২০ কোটি। মুম্বই ৪.৪০ কোটি। ভাবনায় কেকেআর। ৪.৬০ কোটি কেকেআর। ভাবনায় মুম্বই। ৪.৮০ কোটি মুম্বই। কেকেআর দান ছাড়ল। আর কেউ…। বিড করেনি। মুম্বই ইন্ডিয়ান্স ৪.৮০ কোটিতে নিল আফগান স্পিনার আল্লাহ গজনফরকে।
আফগান স্পিনারের বেস প্রাইস ২ কোটি। গত মরসুমে কেকেআরে ছিলেন। কোনও বিড নেই। আপাতত আনসোল্ড।
২ কোটি বেস প্রাইসে ওপেনিং বিড পঞ্জাবের। কিউয়ি পেসারের জন্য আর কেউ আগ্রহী নয়। পঞ্জাব কিংস বেস প্রাইসে পেল। আরটিএম অপসন ব্যবহার করেনি আরসিবি। ২ কোটিতে পঞ্জাবে লকি।
আকাশ দীপ বেস প্রাইস ১ কোটি। সিএসকে ওপেনিং বিড। লখনউ লড়াইয়ে। দ্রুত দর বাড়ছে বাংলার পেসারের জন্য। ২ কোটি সিএসকে। লখনউ লড়ছে। ৩ কোটি ছাপিয়ে গেল। ৩.৪০ কোটিতে চেন্নাই সরল। পঞ্জাব লড়াইয়ে ঢুকল। লখনউয়ের সঙ্গে পঞ্জাবের লড়াই। ৫ কোটি ছাপিয়ে গিয়েছে। দু-দলই মরিয়া এই পেসারকে নিতে। লখনউ ৮ কোটি। ভাবনায় পঞ্জাব। সময় চাইল। দান ছেড়ে দিল। লখনউ ৮ কোটি। আর কেউ লড়াইয়ে নেই। আরটিএম অপশন নেই আরসিবির। লখনউ সুপার জায়ান্টস ৮ কোটিতে পেল আকাশ দীপকে।
বেস প্রাইস ২ কোটি, মুম্বইয়ের ওপেনিং বিড। পঞ্জাব লড়াইয়ে। মুম্বই ২.৪০ কোটি। পঞ্জাব ভাবছে। ২.৬০ কোটি পঞ্জাব। ২.৮০ কোটি মুম্বই। পঞ্জাব ৩ কোটি। মুম্বই ৩.২০ কোটি। পঞ্জাব আবারও ভাবনায়। ৩.৪০ কোটি পঞ্জাব। মুম্বই ভেবে দ্রুতই লড়াইয়ে। ৫ কোটি পঞ্জাব। মুম্বই লড়াই ছাড়েনি। পঞ্জাবের সঙ্গে জোরদার লড়াই। ৭ কোটি পঞ্জাব। মুম্বই আলোচনায়। ৭.২৫ কোটি মুম্বই। ৭.৫০ কোটি পঞ্জাব। ৭.৭৫ মুম্বই। পঞ্জাব সময় চাইল। পঞ্জাব দান ছাড়ল। আবারও ভাবনায়। সিএসকে ৮ কোটি। লড়াই এ বার সিএসকে বনাম মুম্বই। ৯.২৫ কোটি মুম্বই। চেন্নাই আর দর তোলেনি। দীপক চাহার গেলেন মুম্বইতে।
২ কোটি বেস প্রাইসে। গত মরসুমে দিল্লিতে ছিলেন। ভালো পারফর্ম করেছিলেন। সিএসকে ওপেনিং বিড করল। ২.২০ কোটি পঞ্জাব। সিএসকের সঙ্গে লড়াই। ৪ কোটি পার বাংলার পেসার। চেন্নাই ও পঞ্জাবই লড়াই করে য়াচ্ছে। দিল্লি লড়াইয়ে ঢোকেনি। ৫.৫০ কোটি পঞ্জাব। ভাবনায় সিএসকে। চেন্নাই ৫.৭৫ কোটি। ৬ কোটি পঞ্জাব। চেন্নাই ৬.২৫ কোটি। পঞ্জাব ৬.৫০ কোটি। চেন্নাই ভাবনায়। দিল্লি আরটিএম ইউজ করল। পঞ্জাবের ফাইনাল বিডের অপেক্ষা। দীর্ঘ আলোচনা পন্টিংদের। ৮ কোটি ফাইনাল বিড। দিল্লি ভাবছে। আলোচনা চলছে নিজেদের প্লেয়ারের জন্য। ৮ কোটিতে দিল্লি আরটিএম ব্যবহার করে নিল মুকেশ কুমারকে।
বেস প্রাইস ২ কোটিতে মুম্বই দর হাঁকল। লখনউ লড়াইয়ে। মুম্বই ময়দানে রয়েছে। লখনউয়ের সঙ্গে ঝড়। ৫ কোটি ছাপিয়ে গেল দর। ৭ কোটি পার। ৮ কোটি পার। ৯ কোটি লখনউ। ৯.২৫ কোটি মুম্বই। দ্বিমুখী জমাটি লড়াই ভুবনেশ্বরকে নিয়ে। লখনউ ১০ কোটি। মুম্বই অনেক ভাবনার পর ময়দানে। ১০.৫০ কোটিতে দান ছাড়ল মুম্বই। আরসিবি লড়াইয়ে। ১০.৭৫ কোটি। আরসিবি পেল ভুবনেশ্বর কুমারকে।
প্রোটিয়া পেসারের বেস প্রাইস ১.২৫ কোটি। গত মরসুমে মুম্বইতে খেলেছিলেন। পঞ্জাব অপেক্ষায়। মানা করল পঞ্জাব। গুজরাট টাইটান্স ফাইনালি আসরে। পঞ্জাব ১.৩০ কোটি। গুজরাটের সঙ্গে পঞ্জাবও বিড করছে এ বার। ১.৬০ কোটি গুজরাট। ১.৭০ কোটি পঞ্জাব। ১.৮০ কোটি গুজরাট। পঞ্জাবও লড়াইয়ে। ২ কোটি দর উঠল। পেরিয়ে গেল। পঞ্জাব ২.২০ কোটি। গুজরাট ২.৪০ কোটি। পঞ্জাব মাথা নেড়ে মানা করে দিল। গুজরাট টাইটান্স ২.৪০ কোটি, আর কেউ আগ্রহ দেখায়নি। সোল্ড। জেরাল্ড কোৎজে।
১ কোটির বেস প্রাইস। গত মরসুমে চেন্নাইতে ছিলেন। এ বার তাঁর জন্য ওপেনিং বিড করল চেন্নাই। রাজস্থান রয়্যালস লড়াইয়ে। ২ কোটি দর উঠল। ২.২০ রাজস্থান। চেন্নাই ২.৪০ কোটি। ২.৬০ রাজস্থান। ২.৮০ কোটি সিএসকে। রাজস্থান ভাবছে। ৩ কোটি ডাকলেও দ্রুত ৩.২০ সিএসকে। দর উঠছে তুষারের। ৪ কোটিতে উঠল সিএসকে। রাজস্থান ভাবনার পর বিড। সিএসকে মরিয়া। ৫ কোটি পেরিয়ে গেল। রাজস্থান ৬ কোটি। চেন্নাই দান ছাড়ল। আর কোনও টিম আগ্রহ দেখায়নি। হঠাৎ ফের সিএসকে ৬.২৫ কোটি। কিন্তু ৬.৫০ কোটি রাজস্থান রয়্যালস। সেই দামে পেল রাজস্থান রয়্যালস। আরটিএম রয়েছে। সিএসকে অপশন নেয়নি।
৭৫ লক্ষ টাকা বেস প্রাইস। কেউ বিড করছে না। আনসোল্ড। আপাতত বিরতি।
অজি কিপার ব্য়াটার। ১ কোটি বেস প্রাইস। মূলত অস্ট্রেলিয়া টেস্ট টিমের মেম্বার। কেউ আগ্রহ দেখায়নি। আপাতত আনসোল্ড।
অজি কিপার ব্যাটার। ২ কোটি বেস প্রাইস। সানরাইজার্সের ওপেনিং বিড। চেন্নাইও লড়াইয়ে। পঞ্জাব রয়েছে দৌড়ে। ২.৬০ কোটিতে পঞ্জাব এগিয়ে। অজি কিপার ব্যাটারকে নিল পন্টিংয়ের পঞ্জাব।
বেস প্রাইস ৭৫ লক্ষ। গত মরসুমে কেকেআরে ছিলেন। যদিও খেলার সুযোগ পাননি। কেউ আগ্রহী নয়। আপাতত আনসোল্ড।
প্রোটিয়া কিপার-ব্য়াটার ওপেনিং বিড ১ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইসেই তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স নিল।
১.২৫ কোটি বেস প্রাইস। ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটার। অতীতে দিল্লিতে খেলেছেন। এ বার কেউ আগ্রহী নয়। আপাতত আনসোল্ড।
বেস প্রাইস ১.৫০ কোটি। প্রথম বিড চেন্নাই সুপার কিংসের। গত কয়েক মরসুম কেকেআরে ছিলেন। নেতৃত্বও দিয়েছেন। রাজস্থানও লড়াইয়ে। তবে কেকেআর এখনও লড়াইয়ে নেই। রানাকে নিয়ে লড়াইয়ে চেন্নাই ও রাজস্থান। ২.২০ কোটিতে চেন্নাই সুপার কিংস। তবে আরসিবি ভাবছে। আরসিবি লড়াইয়ে ঢুকল ২.৪০ কোটিতে। চেন্নাই ও আরসিবির লড়াই। ৩ কোটি ছাপিয়ে গেল। রাজস্থানও ভাবনায়। রাজস্থান ৩.৮০ কোটিতে ঢুকল। আরসিবি ৪ কোটি। ৪.২০ কোটি রাজস্থানের। আরসিবি আর আগ্রহী নয়। রাজস্থান রয়্যালস ৪.২০ কোটিতে নিল নীতীশ রানাকে।
বেস প্রাইস ২ কোটি। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন। আরসিবি ওপেনিং বিড করল হার্দিকের দাদার জন্য। ২.২০ কোটিতে রাজস্থান আসরে। আরসিবি ও রাজস্থান লড়াইয়ে। ৩.২০ কোটি আরসিবি। ৩.৪০ রাজস্থান। আরসিবি ও রাজস্থানের লড়াই জারি বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ক্রুনালের জন্য়। আরসিবির পার্সে অনেক বেশি টাকা রয়েছে। ৪.৮০ কোটিতে রাজস্থান দান ছাড়ল। আবারও ভাবছে রাজস্থান। ফিরল ৫ কোটির বিডে। ৫.২৫ কোটি দর আরসিবির। রাজস্থান আবারও ভাবনায়। ৫.৫০ কোটি রাজস্থান। আরসিবি ৫.৭৫ কোটি। রাজস্থান দান ছাড়ল। আরসিবির সঙ্গে আর কেউ লড়াইয়ে নেই। ৫.৭৫ কোটিতে ক্রুনালকে নিল আরসিবি। আরটিএমন অপশন লখনউয়ের। তবে তারা মানা করে দিল। আরসিবিতেই ক্রুনাল।
কিউয়ি অলরাউন্ডার ওপেনিং বিড ২ কোটি। অনেক দলই ভাবছে। আপাতত আনসোল্ড।
বেস প্রাইস ১.২৫ কোটি। মুম্বই ও পঞ্জাবের দ্বিমুখী লড়াই। পঞ্জাব কিংস ২.২০ কিন্তু মুম্বই ২.৪০। পঞ্জাব ২.৬০ কোটি। আর কেউ আগ্রহ। গুজরাট টাইটান্স লড়াইয়ে ঢুকল। পঞ্জাব ৩ কোটি। টাইটান্স লেগে রয়েছে। ৫ কোটি ছাপিয়ে গিয়েছে। ৬ কোটি দর হাঁকল পঞ্জাব। টাইটান্স এখনও লড়াইয়ে প্রোটিয়া অলরাউন্ডারের জন্য়। ৭ কোটিতে দান ছাড়ল গুজরাট টাইটান্স। পঞ্জাব কিংস ৭ কোটিতে মার্কো জানসেনকে পেয়ে গেল।
ইংল্যান্ড অলরাউন্ডারের ওপেনিং বিড ২ কোটি। গত মরসুমে পঞ্জাব কিংসে ছিলেন। চেন্নাই সুপার কিংস ওপেনিং বিড করল। লখনউ ২.২০ কোটি বিড করল। সিএসকে ২.৪০ কোটি বিড। লখনউ দান ছেড়ে দিল। আরটিএম অপশন। পঞ্জাব ভাবছে। সময় চেয়ে নিল। আরটিএম ব্য়বহার করছে না পঞ্জাব। ২.৪০ কোটিতে চেন্নাই সুপার কিংস পেল। অতীতেও চেন্নাইয়ে খেলেছেন স্যাম কারান।
ওপেনিং বিড ২ কোটি। ভারতীয় অলরাউন্ডারের জন্য় সময় চাইল গুজরাট টাইটান্স। গুজরাট ওপেনিং বিড করল। লখনউ সুপার জায়ান্টস ময়দানে। গুজরাট ও লখনউয়ের মধ্যে লড়াই। ৩ কোটি পার। ৩.২০ কোটি গুজরাট টাইটান্স। তাঁকে পেল টাইটান্স।
বেস প্রাইস ২ কোটি। ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার। গত মরসুমে চেন্নাই সুপার কিংসে ছিলেন। কেউ বিড করছে না। আপাতত আনসোল্ড।
ওপেনার ব্যাটার। ওপেনিং বিড ৭৫ লক্ষ। গত মরসুমে দিল্লিতে থাকলেও সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স সুবিধার নয়। কেউ বিড করল না। আপাতত আনসোল্ড।
বেস প্রাইস ১ কোটি। কেউ আগ্রহ দেখায়নি। আপাতত আনসোল্ড মায়াঙ্ক আগরওয়াল।
বেস প্রাইস ১.৫০ কোটি। গত মরসুমে চেন্নাই সুপার কিংসে ছিলেন। ভারতীয় ব্যাটারের জন্য কেউ বিড করেনি। আপাতত আনসোল্ড।
বেস প্রাইস ২ কোটি। গত বার আরসিবির ক্যাপ্টেন ছিলেন। প্রোটিয়া ব্যাটারের জন্য ভাবনায় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং বিড করল দিল্লি। আরটিএম অপশন আরসিবির। যদিও নিল না। দিল্লি বেস প্রাইসে নিল ডুপ্লেসিকে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্যাপ্টেন। ১.৫০ কোটির বেস প্রাইসে ওপেনিং বিড কলকাতা নাইট রাইডার্সের। বেস প্রাইসেই তাঁকে পাচ্ছে কেকেআর।
নিউজিল্যান্ডের ব্য়াটার। কিপিং বোলিংও করতে পারেন। বেস প্রাইস ২ কোটি। আপাতত অবিক্রিত।
নিউজিল্যান্ডের ব্য়াটার কেন উইলিয়ামসনের বেস প্রাইস ২ কোটি। গত মরসুমে টাইটান্সের প্লেয়ার ছিলেন। সেই অর্থে তাঁকে ব্যবহার করা যায়নি। আনসোল্ড।
প্রথম দিন ১২ সেট হয়েছিল। আজ সেট নম্বর ১৩ থেকে অকশন শুরু হচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে অনামী তারকা হয়ে উঠতে পারেন সিদ্দিকুল্লা অটল? আফগানিস্তানের তরুণ ব্যাটার এমার্জিং এশিয়া কাপে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। নিলামে তাঁর জন্য ঝাঁপাবে কোনও দল! বিস্তারিত পড়ুন: এমার্জিং এশিয়া কাপে ঝড় তুলেছিলেন, IPL নিলামে নজরে অটল
সঞ্জীব গোয়েঙ্কা বলছেন,’ঋষভের জন্য ২৬ কোটি রেখেছিলাম। একটু বেশি দিতে হয়েছে। কোনও ব্যাপার নয়। ঋষভ টিমম্যান, ম্যাচ উইনার। আমাদের এবং সমর্থকদের খুব খুশি হওয়া উচিত। আমরা ক্যাপ্টেন খুঁজিনি, ঋষভ পন্থকেই চেয়েছি।’ এ বার প্রশ্ন, নিকোলাস পুরান নাকি ঋষভ? ক্যাপ্টেন্সি কে করবেন? লখনউ সুপার জায়ান্টস কর্তা সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্য কিন্তু বলছে, ক্যাপ্টেন হিসেবে ঋষভই এগিয়ে।
গত মরসুমে চেষ্টা করেছিল। এ মরসুমে বাঁ হাতি পেসার স্পেন্সরকে ট্রাই করবে কেকেআর? কেমন পেসার স্পেন্সর? পড়ুন বিস্তারিত: পাকিস্তানের বিরুদ্ধে ফাইফার, অকশনের আগে দর বাড়িয়ে নিলেন কেকেআরের টার্গেট!
ক্রাইসিসম্যান নীতীশ রানা ও ওয়াশিংটন সুন্দর। নিলামের দ্বিতীয় দিন তাঁদের কারা টার্গেট করতে পারে? গত কয়েক মরসুম কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সম্পদ ছিলেন নীতীশ। তাঁর জন্য ঝাঁপাতে পারে কেকেআর। তেমনই ওয়াশিংটন সুন্দরকে টার্গেট করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।
ছয় প্লেয়ারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের প্রথম দিনে প্রাপ্তি বৈভব অরোরা, নর্টজে, রঘুবংশীরা। কেমন গিয়েছে প্রথম দিন? পড়ুন বিস্তারিত: মেগা নিলামের প্রথম দিন ‘সেভেন স্টার’ পারফর্ম করেছে KKR, নাকি হল মাথা চাপড়ানোর জোগাড়?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেগা অকশনের আজ দ্বিতীয় দিন। নজরে বেশ কয়েকজন তারকা। এর মধ্যে যেমন ভারতীয় ক্রিকেটার রয়েছে, তেমনই বিদেশিও। আজ বিশেষ নজর থাকবে স্যাম কারান, ফাফ ডুপ্লেসি, উইল জ্যাকস, ভুবনেশ্বর কুমার, জেরাল্ড কোৎজের মতো প্লেয়াররা। তেমনই ভুললে চলবে না প্রথম বার আইপিএলের মঞ্চে নাম লেখানো জিমি অ্যান্ডারসন ও মার্কিন মুলুকের সৌরভ নেত্রভালকররাও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আজ দ্বিতীয় দিন। কোন দল কেমন হল, পরিষ্কার চিত্রটা পাওয়া যাবে আজ। দু-দিনের অকশনের প্রথম দিন শিরোনামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররাই। বিশেষ করে বলতে হয় ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের কথা। ঋষভ দিল্লির ক্যাপ্টেন ছিলেন। অন্যদিকে, শ্রেয়সের নেতৃত্বে গত বার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দু-জনেই অকশনে নেমেছিলেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ। শ্রেয়সের দর উঠেছে ২৬.৭৫ কোটি। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য রেজিস্টার করেছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৫৭৪ জন। শেষ মুহূ্র্তে তিনজনকে যোগ করা হয়েছিল। প্রথম দিন ৮৪ জন অকশনে উঠেছিলেন। চমক, ডেভিড ওয়ার্নার আনসোল্ড থেকেছেন। দ্বিতীয় দিন নজরে থাকব আরও নানা চমকে। বিশেষ করে ইংল্যান্ডের ‘বুড়ো’ পেসার জিমি অ্যান্ডারসনের দিকে। প্রথম বার আইপিএলে নাম লিখিয়েছেন। নিলামের দ্বিতীয় দিনের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।