SRH vs PBKS IPL Match Result : ধাওয়ানের রেকর্ড, হারের হ্যাটট্রিক রুখে মরসুমের প্রথম জয় হায়দরাবাদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 09, 2023 | 11:19 PM

Sunrisers Hyderabad vs Punjab Kings Match Report : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ইনিংসের শুরু থেকে শেষ প্রত্যেকের সঙ্গে ব্যাটিংয়ের নজির গড়লেন ধাওয়ান। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে এই নজির গড়েছিলেন পার্থিব প্য়াটেল।

SRH vs PBKS IPL Match Result : ধাওয়ানের রেকর্ড, হারের হ্যাটট্রিক রুখে মরসুমের প্রথম জয় হায়দরাবাদের
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : হারের হ্যাটট্রিক আটকাল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কষ্টার্জিত জয়। প্রথম ইনিংসের শুরু থেকে মনে হয়েছিল ম্যাচের রাশ হায়দরাবাদের হাতেই। কিন্তু শিখর ধাওয়ানের লড়াই হায়দরাবাদের কাজ কিছুটা হলেও কঠিন করল। অনন্য নজির গড়লেন অভিজ্ঞ বাঁ হাতি ব্য়াটার শিখর ধাওয়ান। মরসুমের তৃতীয় ম্যাচেও পঞ্জাবকে ভরসা দিলেন তিনিই। প্রথম দু-ম্যাচেই জিতেছিল পঞ্জাব কিংস। যদিও ব্য়বধান ছিল মাত্র ৫ ও ৭ রান। হায়দরাবাদের বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নামে পঞ্জাব। উল্টোদিক থেকে একের পর এক উইকেট নিতে থাকে সানরাইজার্স। শুরু থেকে শেষ, পঞ্জাব ইনিংসে তাঁর সঙ্গী বদলাল। টিমের কথা ভাবতে গিয়ে শতরানও হাতছাড়া। জয়ের হ্যাটট্রিক হল না পঞ্জাবের। এ বারের আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল সানরাইজার্স। ব্যাটিংয়ে সানরাইজার্সের নায়ক রাহুল ত্রিপাঠী। ৪৮ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

প্রথম ম্যাচে অভিষেক শর্মা, দ্বিতীয় ম্যাচে অনমোলপ্রীত সিং। এ দিন হ্য়ারি ব্রুক। তিন ম্যাচ তিনটি নতুন ওপেনিং জুটি সানরাইজার্স হায়দরাবাদের। ১৩ কোটি টাকার বেশি দামে ইংল্য়ান্ডের ব্য়াটার হ্য়ারি ব্রুককে মিনি অকশনে নিয়েছিল সানরাইজার্স। প্রথম দু-ম্যাচে মিডল অর্ডারে ব্য়াট করেন। রান পাননি। তৃতীয় ম্যাচে তাঁকে ওপেনিংয়ে আনা হল। তাতেও লাভ হল না। সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ। ইংল্য়ান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়েছেন হ্য়ারি। আইপিএলে প্রথম মরসুমে এখনও অবধি ছাপ ফেলতে ব্য়র্থ। এ দিন ফিরলেন মাত্র ১৩ রানে। বোর্ডে ১৪৪ রানের লক্ষ্য়। তাঁর কাছে যথেষ্ঠ সুযোগ ছিল বড় ইনিংস খেলে জায়গা মজবুত করার। হায়দরাবাদকে ভরসা দিলেন রাহুল ত্রিপাঠী। অর্ধশতরানে ভরসা পেলেন। এরপর গিয়ার শিফ্ট হল।

প্রথমে ব্য়াট করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান করে পঞ্জাব কিংস। এর মধ্যে ৯৯ রান শিখর ধাওয়ানের। শুরু থেকে শেষ অবধি ব্য়াট করেন। শেষ ওভারে স্ট্রাইক নিজের কাছে রাখেন। না হলে অলআউটও হতে পারত পঞ্জাব। শেষ বলে ৬ মেরে দলের রান বাড়ান, ৯৯ রানেই অপরাজিত থাকেন ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ইনিংসের শুরু থেকে শেষ প্রত্য়েকের সঙ্গে ব্য়াটিংয়ের নজির গড়লেন ধাওয়ান। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে এই নজির গড়েছিলেন পার্থিব প্য়াটেল। ধাওয়ানের রেকর্ড অবশ্য কাজে এল না। তিন বছর পর আইপিএলে প্রত্যাবর্তন করলেন মায়াঙ্ক মার্কন্ডে। ৪ ওভারে মাত্র ১৫ রান ৪ উইকেট নেন সানরাইজার্সের এই স্পিনার। দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি পেসার মার্কো জানসেনের শুরুর ধাক্কার মায়াঙ্ক, ধাওয়ানের ইনিংস না এলে ২০ ওভার ব্যাট করাই অসম্ভব ছিল পঞ্জাবের।

Next Article
Rinku Singh: এক ক্যাপ্টেনের ভিডিয়ো কল, আর একজনের কাঁধে; সবার ওপরে রিঙ্কু…
RCB vs LSG, IPL 2023: চিন্নাস্বামীতে একঝাঁক মাইলস্টোনের সামনে রাহুল-ডু’প্লেসিরা