IPL 2021 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?

May 02, 2021 | 12:00 PM

আইপিএলের (IPL) ২৭টি ম্যাচের পর পয়েন্ট টেবলে (Points Table) কোন দল কোন স্থানে রয়েছে জেনে নিন...

IPL 2021 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?
সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট

Follow Us

কলকাতা: শনিবার আইপিএলের (IPL) মেগা ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টসে জিতে ধোনিদের প্রথমে ব্যাট করতে পাঠান হিটম্যান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ তোলে ধোনির সিএসকে। ২১৯ রানের বিরাট টার্গেট ছিল রোহিতদের সামনে। কায়রন পোলার্ডের তান্ডবে বড় রানের গন্ডি টপকে জয় পেল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ৮৭ রানের অপরাজিত ইনিংস পোলার্ড সাজিয়েছিলেন ৬টি চার ও ৮টি ছক্কায়। আইপিএলে এখনও পর্যন্ত মোট ২৭টি ম্যাচ হয়েছে। আজ দুটি ম্যাচ আছে। এক, সঞ্জু স্যামসন বনাম কেন উইলিয়ামসন। দুই, কেএল রাহুল বনাম ঋষভ পন্থ। এই দুই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ২৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

গত কালের ম্যাচে হারলেও এই ২৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষস্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.২৬৩। দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৪৬৬। তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.১৭১। এক থেকে তিন নম্বরে থাকা তিনটি দলই ৭টি ম্যাচের ৫টি করে জিতেছে। নেট রানরেটের পার্থক্যের জন্য দ্বিতীয় ও তৃতীয় স্থানে দিল্লি ও ব্যাঙ্গালোর। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে চার নম্বরে। মুম্বইয়ের নেট রান রেট +০.০৬২। পাঁচ থেকে আট নম্বরে রয়েছে যথাক্রমে — পঞ্জাব কিংস (নেট রান রেট -০.২৬৪), কলকাতা নাইট রাইডার্স (নেট রান রেট -০.৪৯৪), রাজস্থান রয়্যালস (নেট রান রেট -০.৬৯০), এবং লিগ তালিকার সব থেকে নীচে সানরাইজার্স হায়দরাবাদ (নেট রান রেট -০.২৬৪)।

আরও পড়ুন: IPL 2021 PBKS vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ

Next Article