কলকাতা: আজ, সোমবার আইপিএল-১৫-র (IPL 2022) ৬৪তম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে ধোনির চেন্নাইকে ৭ উইকেটে হারিয়েছে হার্দিকের গুজরাত। এবং দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে লিগ টেবলের দুই নম্বরে পৌঁছে গিয়েছে সঞ্জুর রাজস্থান রয়্যালস। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
১. এ বারের আইপিএলে প্লে অফে পৌঁছে যাওয়া প্রথম দল হল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত হওয়া ৬৩টি ম্যাচের পরও লিগ টেবলের শীর্ষে রয়েছে টাইটান্সরা। গুজরাতের নেট রান রেট +০.৩৯১। গুজরাত এখনও অবধি ১৩টি ম্যাচে খেলেছে। তার ১০টিতে জয় ও ৩টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ২০ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
২. রবিরাতে লোকেশের লখনউকে ২৪ রানে হারিয়ে পয়েন্ট টেবলের দুই নম্বরে উঠে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৮টিতে জিতেছে, ৫টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩০৪। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ১৬।
৩. রবিরাতে রাজস্থানের কাছে হেরে লিগ টেবলের তিন নম্বরে নেমে গিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.২৬২। এখনও অবধি লখনউ ১৩টি ম্যাচে খেলেছে। তাতে ৮টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৫টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ১৬ পয়েন্ট রয়েছে।
৪. পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৩২৩। এখনও অবধি আইপিএলের ১৩টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৭টি ম্যাচে জয় ও ৬টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১৪।
৫. আজ পঞ্জাবের মুখে নামবে দিল্লি। তার আগে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.২১০। দিল্লি এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছে, তার ৬টিতে জিতেছে। এবং ৬টিতে হেরেছে। দিল্লির মোট পয়েন্ট ১২।
৬. লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের ৬টিতে জয় ও ৭টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ১২ পয়েন্ট রয়েছে কিং খানের দলের। এবং কেকেআরের নেট রান রেট +০.১৬০।
৭. আজ পন্থের দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মায়াঙ্কের দলের। তার আগে পয়েন্ট টেবলের ৬ নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ১২টি ম্যাচে খেলে ৬টিতে জিতেছেন ও ৬টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.০২৩। পঞ্জাবের পয়েন্ট ১২।
৮. পয়েন্ট টেবলের সাত নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি এ বারের আইপিএলে ১২টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৭টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ১২ম্যাচে তাদের পয়েন্ট ১০। হায়দরাবাদের নেট রান রেট -০.২৭০।
৯. রবিবার গুজরাতের কাছে হারার পরও লিগ টেবলের ৯ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.২০৬। এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে মাত্র ৪টিতে জিতেছে সিএসকে। ও ৯টিতে হেরেছে। চেন্নাইয়ের অর্জিত পয়েন্ট ৮।
১০. লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৬১৩। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১২টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার মধ্যে ৯টি ম্যাচে হেরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবং জিতেছে ৩টি ম্যাচে। মুম্বইয়ের অর্জিত পয়েন্ট ৬।