IPL 2022 Purple Cap: চাহালকে সরিয়ে পার্পল ক্যাপের মালিক হাসারঙ্গা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 14, 2022 | 10:04 AM

এক নজরে দেখে নিন আইপিএল-২০২২ এর ৬০টি ম্যাচের পর কোন প্লেয়াররা চলতি আইপিএলে এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

IPL 2022 Purple Cap: চাহালকে সরিয়ে পার্পল ক্যাপের মালিক হাসারঙ্গা
IPL 2022 Purple Cap: চাহালকে সরিয়ে পার্পল ক্যাপের মালিক হাসারঙ্গা
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: আইপিএল ২০২২ (IPL 2022) এর চলতি মরসুমে এখনও অবধি ৬০টি ম্যাচ হয়েছে। আজ শনিবার, পুনের এমসিএ স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের কেকেআরের (KKR) মুখে নামবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। শুক্রবার, ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে মায়াঙ্কের পঞ্জাব কিংস। তবে ওই ম্যাচে ২ উইকেট নেওয়ার সুবাদে আরসিবির ভানিন্দু হাসারঙ্গা পার্পল ক্যাপ ছিনিয়ে নিয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহালের কাছ থেকে। দীর্ঘদিন যুজি ছিলেন পার্পল ক্যাপের মালিক। তবে অবশেষে সেই ক্যাপ হাতছাড়া হল তাঁর। তবে এখনও তাঁর সামনে সুযোগ রয়েছে পার্পল ক্যাপ ঝুলিতে ভরে মরসুম শেষ করার। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। চলতি আইপিএলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে।

এক নজরে দেখে নিন আইপিএল-২০২২ এর ৬০টি ম্যাচের পর কোন প্লেয়াররা চলতি আইপিএলে এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন…

১) চলতি আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ৬০টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। তাঁর ও চাহালের উইকেট সংগ্রহ আপাতত একই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবার তিনি পান দুই উইকেট। এখনও অবধি এ বারের আইপিএলের ১৩টি ম্যাচে খেলে ২৩টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হাসারঙ্গা। এবং ৪৫ ওভার বল করে ৩৩৭ রান খরচ করেছেন আরসিবির হাসারঙ্গা।

২) বেগুনি টুপি দখলের লড়াইয়ে আপাতত দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি চলতি আইপিএল-এর ১২টি ম্যাচে খেলে মোট ৪৮ ওভার বল করে ৩৬২ রান দিয়ে ২৩টি উইকেট নিয়েছেন চাহাল।

৩) পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন পঞ্জাব কিংসের কাগিসো রাবাডা (Kagiso Rabada)। চলতি আইপিএলের ১১টি ম্যাচে খেলে ৪১ ওভার বল করে মোট ৩৪৪ রান দিয়েছেন প্রোটিয়া তারকা। বিনিময়ে তিনি নিয়েছেন ২১টি উইকেট।

৪) পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি হারলেও ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ৪ এ উঠে এসেছেন গত বারের বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল (Harshal Patel)। এ বারের আইপিএলের ১২টি ম্যাচে খেলে হর্ষল নিয়েছেন ১৮টি উইকেট। তিনি খরচ করেছেন ৩৫০ রান।

৫) বেগুনি টুপির দৌড়ে ৫ নম্বরে নেমে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চলতি আইপিএলে এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছেন চায়নাম্যান বোলার। এবং ১২টি ম্যাচে মোট ৪২.৪ ওভার বল করে ৩৭২ রান খরচ করেছেন। এবং কুলদীপ ঝুলিতে ভরেছেন ১৮টি উইকেট।

Next Article