কলকাতা: আইপিএলে (IPL 2023) একপেশে ম্যাচ দেখা গিয়েছে শুক্রবার রাতে। লখনউ সুপার জায়ান্টস ঘরের মাঠে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। নিজেদের প্রথম জয়ের খোঁজে নেমেছিল হায়দরাবাদ। শেষ হাসি হাসল লখনউ। ক্রুণাল পান্ডিয়ার অলরাউন্ড পারফর্ম্যান্সে ঘরের মাঠে অনবদ্য লোকেশ রাহুলের টিম। ম্যাচে ক্রুণালের তিন উইকেট ছাড়াও নজর কেড়েছেন অমিত মিশ্র, রবি বিষ্ণোইরা। লখনউয়ের জয়ের পর পার্পল ক্যাপের দৌড়ে কি কোনও পরিবর্তন হল? আজ ঘরের মাঠে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির সিএসকে। তার আগে TV9 Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন বোলাররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে।
লখনউ সুপার জায়ান্টস এখনও অবধি তিন ম্য়াচ খেলেছে। দুটিতে করে জয় ও একটি ম্যাচে হার। প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্ক উড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে নেন তিন উইকেট। যদিও হেরে যায় লখনউ। দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই রয়েছেন পেসার মার্ক উড। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেননি শরীর অসুস্থ থাকায়। তা সত্ত্বেও উডকে ছাপিয়ে যেতে পারেননি কেউ। যদিও তাঁকে ধাওয়া করছেন টিমেরই আরও এক সদস্য রবি বিষ্ণোই। তিনটি ম্যাচে বিষ্ণোইয়ের উইকেটের সংখ্যা ৬। উডের পরই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিষ্ণোই।
টুর্নামেন্টে সবে শুরু হয়েছে। সুতরাং, বোলারদের তালিকায় কে শীর্ষে থাকবে এত তাড়াতাড়ি বলে দেওয়া কঠিন। মার্ক উডের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও, দৌড়ে রয়েছেন আরও অনেকেই। তিন জন বোলার রয়েছেন যাঁদের উইকেট সংখ্যা পাঁচটি করে।
তৃতীয় নম্বরে রয়েছেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আরসিবির বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বরুণ। দুটি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫। গুজরাটের রশিদ খানকে তৃতীয় স্থানে ঠেলে পার্পল ক্যাপের দৌড়ে উপরের দিকে উঠে এসেছেন বরুণ। হার্দিকের দলের লেগ স্পিনার রশিদ খান ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন তিনি। পাঁচ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন পঞ্জাব কিংসের নাথান এলিস। ২ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫। আজ, শনিবার মুম্বই বনাম চেন্নাই ম্যাচের পর এই তালিকায় হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে।