কলকাতা: শনিবাসরীয় আইপিএলে ছিল ডবল হেডার। আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস। দুটি ম্য়াচে শেষ হাসি হেসে আরসিবি এবং পঞ্জাব। ঘরের মাঠে জয়ে ফিরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচ ম্যাচ পরও দিল্লির জয় অধরা। এদিকে ঘরের মাঠে পঞ্জাবের কাছে হারতে হয়েছে লখনউকে। এই ফলাফলে পয়েন্ট টেবলে বদল হয়েছে। একইসঙ্গে পার্পল ক্য়াপের তালিকায় বিরাট পরিবর্তন এসেছে। বিস্তারিত TV9Bangla Sports-র এই প্রতিবেদনে দেখে নিন।
Haar ho ya jeet, har zarurat ka reply hai humare Super Giant bowlers ke paas ??#LSGvPBKS | #IPL2023 | #LucknowSuperGiants | #LSG | #GazabAndaz | #HarZaruratKaReply | #Greenply pic.twitter.com/yB2xINOwPV
— Lucknow Super Giants (@LucknowIPL) April 15, 2023
তরতরিয়ে উপরে উঠে এসে প্রথম পাঁচের মধ্যে স্থান করে নিয়েছেন লখনউয়ের লেগ স্পিনার রবি বিষ্ণোই। পাঁচ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৮। শনিবারের ম্যাচে দুটি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে ঠাঁই হয়েছে বিষ্ণোইয়ের। তারপরেই রয়েছেন অর্শদীপ সিং। পঞ্জাব কিংসের বোলারের ঝুলিতেও ৮টি উইকেট। শনিবারের ম্যাচে একটিই উইকেট নেন তিনি। লোকেশ রাহুলের। তালিকার পাঁচ নম্বরে অর্শদীপ।