কলকাতা: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ২১টি ম্যাচ হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ২১টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষে পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।
১) শনিবার লখনউয়ের বিরুদ্ধে খেলেননি ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপের শীর্ষে থাকা পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে শিখর করেছেন ২৩৩ রান। সর্বাধিক ৯৯*।
২) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২২৮ রান করেছেন। সর্বাধিক ৬৫।
৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৩ নম্বরে উঠেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৪ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ২১৪ রান। সর্বাধিক ৮২*।
৪) ২০২২ সালের আইপিএলের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৪ নম্বরে রয়েছেন। ৪ ম্যাচে তিনি করেছেন ২০৪ রান। সর্বাধিক ৭৯।
৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছয় থেকে ৫ নম্বরে উঠেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। ৪ ম্যাচে ১৯৭ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৯*।
৬) কমলা টুপির দৌড়ে ছয় নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ৪ ম্যাচে খেলে ১৯৭ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।
৭) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৭ নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে খেলে ১৮৩ রান করেছেন তিনি। সর্বাধিক ৬৭। আজ গুজরাটের ম্যাচ রয়েছে।
৮) আট নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। এখনও অবধি এ বারের আইপিএলে ৫টি ম্যাচে খেলে মোট ১৬৮ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৩।
৯) নাইট তারকা রিঙ্কু সিং রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে। এখনও অবধি চলতি আইপিএলে ৪ ম্যাচে খেলে রিঙ্কু করেছেন ১৫৬ রান। সর্বাধিক ৫৮*।
১০) গুজরাট টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ১০নম্বরে রয়েছেন। ৪ ম্যাচে খেলে তিনি করেছেন ১৫৬ রান। সর্বাধিক ৬২*।