IPL 2021: হাসপাতালে পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল

May 02, 2021 | 6:30 PM

শনিবার রাতে পেটে তীব্র ব্যাথা অনুভব করেন কেএল রাহুল (KL Rahul)। হাসপাতালে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় পঞ্জাবের ক্যাপ্টেনকে।

IPL 2021: হাসপাতালে পঞ্জাব অধিনায়ক কেএল রাহুল
সৌজন্যে-আইপিএল টুইটার

Follow Us

আমদাবাদ: আর কিছুক্ষণ পরই আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচে আমদাবাদে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও পঞ্জাব কিংস (Punjab Kings)। ম্যাচ শুরুর আগেই হঠাৎ ধাক্কা পঞ্জাব শিবিরে। পন্থদের বিরুদ্ধে খেলবেন না পঞ্জাবের অধিনায়ক। পঞ্জাব কিংস রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, লোকেশ রাহুলের (KL Rahul) অ্যাপেন্ডিসাইটিস (appendicitis) অপারেশন হবে।

শনিবার রাতে পেটে তীব্র ব্যাথা অনুভব করেন কেএল রাহুল। হাসপাতালে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় পঞ্জাবের ক্যাপ্টেনকে। পঞ্জাব কিংস তাদের টুইটারে সরকারি বিবৃতিতে জানিয়েছে, “কেএল রাহুল গত কাল রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করেন। ওষুধে কোনও কাজ না হওয়ায়, তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরীক্ষা করে জানা যায় তাঁর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। শীঘ্রই অস্ত্রোপচার প্রয়োজন।” আপাতত হাসপাতালেই রয়েছেন কেএল রাহুল। ফলে আজকের ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যাবে না তাঁকে।

আইপিএলের চলতি মরসুমে তিনি এর পর খেলতে পারবেন কিনা সেই নিয়েও বড়সড় প্রশ্ন তৈরি হয়ে গেল। অস্ত্রোপচারের পর তিনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য ফিট হবেন, তার ওপর নির্ভর করছে সবকিছু। তবে এই মুহূর্তে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।

আরও পড়ুন: মিশন অক্সিজেন, রং বদল বিরাটের দলের

Next Article