AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, DC: আইপিএল নিয়মে বড় বদল, ৬ কোটিতে ‘টেম্পোরারি’ বিদেশি সই করাল দিল্লি

Delhi Capitals: এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ফলে অনেক প্লেয়ারকেই পাওয়া যাবে না। অনেককে লিগের ম্যাচে পাওয়া গেলেও প্লে-অফে যাবে না। আবার অনেকে দেশে ফিরে যাওয়ায় আর আসতে নারাজ। এমন পরিস্থিতিতে নতুন নিয়ম আনল বোর্ড। অস্থায়ী পরিবর্ত নিয়ম।

IPL 2025, DC: আইপিএল নিয়মে বড় বদল, ৬ কোটিতে 'টেম্পোরারি' বিদেশি সই করাল দিল্লি
Image Credit: BCCI
| Updated on: May 14, 2025 | 4:50 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাকি মরসুম শুরু হচ্ছে শনিবার। সাময়িক স্থগিত রাখা হয়েছিল টুর্নামেন্ট। লিগ পর্ব এবং প্লে-অফ, ফাইনাল মিলিয়ে বাকি রয়েছে ১৭টি ম্যাচ। এই পর্বের জন্য নিয়মে বদল আনা হল আইপিএলে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৫ মে ছিল আইপিএল ফাইনাল। যদিও জরুরি কারণে টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী, আইপিএল ফাইনাল হবে ৩ জুন। যে কারণে, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিই বিদেশি প্লেয়ারদের নিয়ে সমস্যায় পড়েছে। জুনের ১১ তারিখ শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ফলে অনেক প্লেয়ারকেই পাওয়া যাবে না। অনেককে লিগের ম্যাচে পাওয়া গেলেও প্লে-অফে যাবে না। আবার অনেকে দেশে ফিরে যাওয়ায় আর আসতে নারাজ। এমন পরিস্থিতিতে নতুন নিয়ম আনল বোর্ড। অস্থায়ী পরিবর্ত নিয়ম।

দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, চেন্নাই সুপার কিংসের জেমি ওভার্টনই যেমন। তাদের আইপিএলের বাকি অংশে পাওয়া যাবে। তালিকায় এমন অনেকেই রয়েছেন। আইপিএলের এই অস্থায়ী পরিবর্ত নিয়মের আওতায়, এই প্লেয়ারদের বদলি নিতে পারবে আইপিএল দলগুলি। কিন্তু এই নিয়মের ক্ষেত্রে শর্তও রয়েছে। যাঁদের পরিবর্ত হিসেবে নেওয়া হচ্ছে, তাঁদের আগামী আইপিএলে রিটেন করা যাবে না। শুধুমাত্র এই আইপিএলের বাকি অংশের জন্যই সই করানো যাবে।

আইপিএলের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, কোনও প্লেয়ারের চোট, গুরুতর অসুস্থতা বা এমন কোনও কারণ, যা এড়ানো সম্ভব নয়, সেক্ষেত্রে প্লেয়ারের পরিবর্ত সই করানো যেত। এ বারের পরিস্থিতির জন্য নতুন নিয়ম। দিল্লি ক্যাপিটালসের ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকই যেমন আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর পরিবর্তে বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ কোটিতে সই করাল দিল্লি ক্যাপিটালস। মনে হতেই পারে, একজন স্পেশালিস্ট ওপেনারের পরিবর্ত কেন বাঁ হাতি পেসার? দিল্লি প্লে-অফে উঠলে পাওয়ার সম্ভাবনা নেই মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি পেসার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন। ফলে তাঁর ব্যাক আপ হিসেবে ভাবা যেতে পারে মুস্তাফিজুরকে।

বোর্ড যদিও একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে। আইপিএল স্থগিত হওয়ার ৪৮ ঘণ্টা আগেও যে প্লেয়ারদের পরিবর্ত হিসেবে সই করানো হয়েছিল, যেমন সিদ্দিকুল্লা অটল (দিল্লি ক্যাপিটালস), মায়াঙ্ক আগরওয়াল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও নান্দ্রে বার্গার (রাজস্থান রয়্যালস) তাঁদের পরবর্তী আইপিএলের আগে রিটেন করা যাবে। কিন্তু মুস্তাফিজুরের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।