লন্ডন : এমন সুন্দর দিন রোজ আসে না। মেঘলা আবহাওয়া, টসে জেতা, পিচে ঘাস। বোলিং পার্টনার মহম্মদ সামির মতো একজন। যাকে ভরসা করা যায়। সহযোগিতা চাওয়া যায়। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষকে দুমরে মুচড়ে দেওয়ার চেষ্টা করতে ক্ষতি কী! জসপ্রীত বুমরা সেটাই করলেন। প্রথম স্পেলেই প্রতিপক্ষের কোমড় ভেঙে দেওয়া। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্য়ান্ড। মাত্র ২৫.২ ওভারে ১১০ রানে অলআউট। ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন স্কোর। বুমরার আধডজন উইকেট। সামির তিন। একটা সময় বুমরাকে শুধুমাত্র টি ২০ বোলারের তকমা এঁটে দেওয়া হয়েছিল। তারপর ওডিআই, টেস্ট ক্রিকেটেও ছাপ ফেললেন। ওভালে ১০ উইকেটে হারের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলতে বাধ্য হলেন, দুটি ঘোড়ার দৌড়ে আমরা তৃতীয় হলাম। জসপ্রীত বুমরাকে কি সব ফরম্যাটে সেরা বোলার বলা যায়?
সাংবাদিক সম্মেলনে বুমরাকেই প্রশ্নটা করা হল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেছেন, জসপ্রীত বুমরা সব ফরম্যাটে সেরা। বুমরাকে কে চ্য়ালেঞ্জ করতে পারে! তিনি জশ হ্যাজলউড, শাহিন আফ্রিদির নাম নিয়েছেন, হয়তো প্যাট কামিন্সও। আপনি কি মনে করেন, সব ফরম্যাটে আপনাকে চ্যালেঞ্জ করার মতো কেউ আছে? বুমরা বলেন, ‘আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, এই ম্য়াচটা ভালো হয়েছে, সবাই প্রশংসা করছে। বিষয়টা হল, না তো আমি প্রশংসায় ভেসে যাই, আর কেউ প্রচণ্ড সমালোচনা করলেও ভেঙে পড়ি না। আমি এভাবে ভাবিই না। এই ম্য়াচে ভালো হয়েছে মানেই আমি সবার সেরা। আমি সব ফরম্যাটে খেলাই উপভোগ করি এবং সেই বিষয়গুলোতেই জোর দিই, যেটা আমার নিয়ন্ত্রণে রয়েছে। লোকে যা বলে, সেগুলোকে সম্মান করি, তবে সেটাকে খুব গুরুত্ব দিই না। সেটা ভালো হোক বা খারাপ।’
নিজের দর্শন সম্পর্কে বুমরা বোঝালেন, ‘বর্তমানে থাকতে ভালোবাসি। আজকাল নানা রকম মতামত, মন্তব্য ভেসে আসে। অনেক সমালোচনাও কানে আসতে পারে। অনেক দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে। চেষ্টা করি, নিজের মতো করে ভাবতে, সেভাবে প্রস্তুতি সারতে, ডায়েটে মনোযোগ দিতে, ফিটনেস ঠিক রাখতে। যেগুলো আমার নিয়ন্ত্রণে, সেগুলো করার চেষ্টা করি। রেজাল্ট যা হয়, সেটাকে মেনে নিই। ভালো দিন হোক বা খারাপ, এ বিষয়ে ধারাবাহিকতা রাখার চেষ্টা করি।’
ম্যাচে সাফল্যের জন্য় সামিকেও কৃতিত্ব দিতে ভুলছেন না। বুমরা বলছেন, ‘সামির সঙ্গে বোলিং উপভোগ করি। সেটা যে ফরম্যাটেই হোক। আমার চেয়ে অভিজ্ঞ বোলার। সাদা বলে সাধারণত সুইং পাওয়া যায় না। সামির সঙ্গে আলোচনা করছিলাম। ওকে প্রশ্ন করি। কীভাবে বোলিং করলে সাফল্য পেতে পারি, তা নিয়ে জানতে চাই। কখনও যদি মনে হয়, ও কিছু ট্রাই করলে সাফল্য পেতে পারে, সেটাও বলি। পরস্পরকে সহযোগিতা করলে সাফল্য় উপভোগ করা যায়।’