Shreyas Iyer: শ্রেয়স আইয়ারের ‘চক্ষে’ তৃষা! হ্যাঁ-ও নয়, না-ও না; মৌনতাই সম্মতির লক্ষণ!
IPL 2025, PBKS: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি প্লেয়ার এবং ক্যাপ্টেন শ্রেয়স। শুরুর দুটো ম্যাচও সেভাবেই করেছিলেন। তাঁর পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই ব্য়ক্তিগত জীবনও।

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কি প্রেম করেন? মনে হতেই পারে, এ আবার কেমন প্রশ্ন! না করারই বা কী আছে! একদম ঠিক। কিন্তু কার প্রেমে পড়েছেন শ্রেয়স? আবার ঘুরিয়ে বলা যায়, বা বলা ভালো, কার প্রেমে উত্তরণ শ্রেয়স আইয়ারের? হ্যাঁও বলেননি, আবার মানাও করেননি। তা হলে কি বলা যায়, মৌনতাই সম্মতির লক্ষণ? শ্রেয়সের চক্ষে-বক্ষে কি তৃষা?
কবি বহু আগেই বলেছিলেন, ‘চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে’! শ্রেয়সের ক্ষেত্রে তৃষ্ণার জায়গায় তৃষা রিপ্লেস করে দেওয়া যেতেই পারে। হঠাৎ শ্রেয়সকেই নিয়েই বা আলোচনা কেন? আলোচনা না হওয়াটাই তো অবাক করবে। ভারতীয় ক্রিকেটে তাঁর চড়াই-উতরাই কম নয়। তারকার তকমা এখনও সেভাবে আসেনি। তবে শ্রেয়স কতটা কার্যকরী ভূমিকা নেন, নতুন করে বলার নেই।
গত ওয়ান ডে বিশ্বকাপ থেকেই ধরা যাক। দেশের মাটিতে বিশ্বকাপ। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। ব্যাটিংয়ে ধারাবাহিক অবদান রেখেছেন শ্রেয়স আইয়ার। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলের গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে ট্রফিও জিতেছেন। এ মরসুমে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম দু-ম্যাচেই হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। শেষ ম্যাচটা ভালো যায়নি। সেটা যে কোনও প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি প্লেয়ার এবং ক্যাপ্টেন শ্রেয়স। শুরুর দুটো ম্যাচও সেভাবেই করেছিলেন। তাঁর পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই ব্য়ক্তিগত জীবনও। ভারতীয় দলের অনেক ক্রিকেটারই বিবাহিত। কারও বা গার্লফ্রেন্ড রয়েছে এবং সেই খবর লুকনো নেই। শান্ত শ্রেয়সের ক্ষেত্রে অবশ্য পুরোটাই জল্পনা। শ্রেয়স কিন্তু এড়িয়ে যাননি! আবার নিশ্চিতও করেননি। কে এই তৃষা?
তৃষা কুলকার্নি। প্রথমবার জল্পনায় আসেন, ভারতীয় দলের দিওয়ালি সেলিব্রেশনে। শ্রেয়সের সঙ্গে ম্যাচ করে পোশাক পরেছিলেন। স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়ে যায় শ্রেয়সকে নিয়ে। ভারতীয় দলের বেশ কিছু ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে। ওয়াংখেড়েতে ছিলেন ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ সেমিফাইনালে। ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে ম্যাচ দেখতে যেতেই পারেন। তবে শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক বার দেখা যাওয়ায় জল্পনা বাড়ে।
গোপনীয়তা রাখতে ইনস্টা অ্যাকাউন্ট প্রাইভেট করা তৃষার। সে কারণেই সমর্থকদের মধ্যে আরও বেশি কৌতুহল তাঁর সম্পর্কে জানার বিষয়ে। শ্রেয়স আইয়ার এবং তাঁর বোন দু-জনেই ইনস্টায় তৃষাকে ফলো করেন। পারিবারিক সম্পর্ক! সে কারণেই জল্পনা আরও তুঙ্গে। কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট। টেক দুনিয়ায় পা রেখেছিলেন তৃষা। একটি বহুজাতিক সংস্থায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও চাকরি করেছেন। সব দিক থেকেই যে পারফেক্ট ম্যাচ বলাই যায়। যদিও সবটাই জল্পনা!





