Jasprit Bumrah: জসপ্রীত বুমরাকে নিয়ে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য! প্রকাশ্যে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার

Dec 16, 2024 | 11:25 AM

India vs Australia 3rd Test: একটি মন্তব্য করে বসেন, যা প্রবল বিতর্কের তৈরি করেছে। পরিস্থিতির আঁচ করতে পেরে তৃতীয় দিনের খেলার আগে ফক্স ক্রিকেটেই ক্ষমা চেয়ে নেন। তাঁর শব্দচয়নে ভুল ছিল এবং বুমরাকে ছোট করা যে উদ্দেশ্য ছিল না, সে কথাই তুলে ধরেন। পাশে ছিলেন সহকারী ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট এবং রবি শাস্ত্রীও।

Jasprit Bumrah: জসপ্রীত বুমরাকে নিয়ে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য! প্রকাশ্যে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার
Image Credit source: PTI

Follow Us

জসপ্রীত বুমরাকে নিয়ে একটি মন্তব্যের জেরে প্রবল বিতর্কে ধারাভাষ্যকার ঈশা গুহ। ভারতীয় বংশোদ্ভূত ঈশা খেলেছেন ইংল্যান্ডের হয়ে। পরবর্তীতে ধারাভাষ্যকার হিসেবেও পরিচিতি তৈরি করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন ঈশা। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন তিনি একটি মন্তব্য করে বসেন, যা প্রবল বিতর্কের তৈরি করেছে। পরিস্থিতির আঁচ করতে পেরে তৃতীয় দিনের খেলার আগে ফক্স ক্রিকেটেই ক্ষমা চেয়ে নেন। তাঁর শব্দচয়নে ভুল ছিল এবং বুমরাকে ছোট করা যে উদ্দেশ্য ছিল না, সে কথাই তুলে ধরেন। পাশে ছিলেন সহকারী ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট এবং রবি শাস্ত্রীও।

ম্যাচের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার লাইভ কমেন্ট্রিতে ঈশা বলেছিলেন, ‘জসপ্রীত বুমরা এমভিপি। মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।’ আরও যোগ করেন, ‘ভারতের হয়ে ও একাই দায়িত্ব পালন করে যাচ্ছে। সিরিজ শুরুর আগে ওকে নিয়ে কেন এত আলোচনা হয়েছে এর থেকেই পরিষ্কার। যদিও বোলিংয়ে ওর একটু সাপোর্টও প্রয়োজন।’ এ বার প্রশ্ন হচ্ছে, এই বক্তব্যে বিতর্ক কেন?

প্রাইমেট একটি দুর্লভ জন্তু। দেখতে অনেকটা বাঁদরের মতো। কোনও প্লেয়ারকে নিয়ে এমন তুলনা বর্ণবিদ্বেষের মধ্যেই পড়ে। সম্ভবত ঈশা বোঝাতে চেয়েছিলেন অন্য কিছু। প্রাইমেটের শরীরের তুলনায় মস্তিষ্ক বড়। প্রচুর বুদ্ধিদীপ্ত প্রাণী। সব কিছু দ্রুত আঁচ করতে পারে। বুমরার অনবদ্য বোলিং দক্ষতাকেও হয়তো এরকম বুদ্ধিদীপ্ত, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা এসবের সঙ্গে মেলাতে চেয়েছিলেন। কিন্তু শব্দচয়নে বিতর্ক তৈরি হয়েছে।

তৃতীয় দিন খেলা শুরুর আগে ফক্স ক্রিকেটে ঈশা বলেন, ‘গত কাল ধারাভাষ্যে আমি একটা শব্দ ব্য়বহার করেছিলাম, যেটাকে অনেক ভাবেই বোঝানো যায়। তবে আমার শব্দচয়নে ভুল ছিল। কারও মনে আঘাত করা উদ্দেশ্য ছিল না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শব্দ চয়নে কারও মনে আঘাত করে থাকলে, দুঃখিত। তবে এটুকু বলতে পারি, আপনি পুরো বক্তব্যটা শোনেন, হয়তো বুঝতে পারবেন, আমি সর্বোচ্চ সম্মান দিতেই এমন কিছু বলেছি। আমি নিজেও বুমরাকে অনেক অনেক সম্মান করি। কিন্তু তাঁর সাফল্যকে বর্ণনাকে বোঝাতে গিয়ে ভুল শব্দ ব্যবহার করেছি। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।’

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও পাশে ছিলেন। ঈশা যে ভাবে লাইভ টিভিতে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, এর জন্য কুর্নিশ জানিয়েছেন। ভুল করলেও সেটা প্রকাশ্যে স্বীকার করে নেওয়ার জন্য ঈশার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।

Next Article