Ranji Trophy, BEN vs UP: ইডেনে ঈশানের দাপট, বাংলার ব্যাটিংও নড়বড়ে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 13, 2022 | 7:40 PM

Ranji Trophy 2022-23: দিনের খেলার শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, 'ওদের ২০০ রানের মধ্যে আটকে রাখতে পারায় খুশি। ঈশান খুবই ভালো বোলিং করেছে। ওর পারফরম্য়ান্সে আমি খুশি। ব্যাটিংয়ে ৪ উইকেট হারালেও, আমি আত্মবিশ্বাসী কাল ব্য়াটাররা ভালো পারফর্ম করবে।'

Ranji Trophy, BEN vs UP: ইডেনে ঈশানের দাপট, বাংলার ব্যাটিংও নড়বড়ে
Image Credit source: CAB

Follow Us

কলকাতা : শুরু হল বাংলার রঞ্জি ট্রফি অভিযান। প্রথম দিন বোলারদেরই দাপট। কলকাতার ইডেন গার্ডেন্সের চিত্রটাও একই। ঘরের মাঠে উত্তর প্রদেশের বিরুদ্ধে প্রথম দিন নজর কাড়লেন বাংলার পেসার ঈশান পোড়েল। গ্রিনটপ, ইডেনের পেস বাউন্সি উইকেট। প্রতিপক্ষ উত্তরপ্রদেশকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলা। ব্য়াটিং বিভাগ অবশ্য তার সুবিধা নিতে পারল না। এই পিচ ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা। যে দলের ব্য়াটিং ভালো হবে, তারাই বাজিমাত করবে। বোলিংয়ে বাংলার শুরু ভালো হলেও, ব্যাটিংয়ে হতাশার। প্রথম দিনের রিপোর্ট Tv9Bangla-য়।

অভিমন্যু ঈশ্বরণ বাংলাদেশ সফরে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। বাংলাকে ফের নেতৃত্ব দিচ্ছেন বহু ম্যাচের নায়ক অভিজ্ঞ মনোজ তিওয়ারি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মনোজ। লক্ষ্য় ছিল, নতুন বল এবং ইডেনের পরিবেশকে পুরোপুরি কাজে লাগানো। তাঁর লক্ষ্য পূরণ হয়েছে। দুই পেসার ঈশান পোড়েল এবং প্রীতম চক্রবর্তী নতুন বলে দারুণ শুরু দেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা দেন প্রীতম চক্রবর্তী। তৃতীয় ওভারে উইকেটের খাতা খোলেন ঈশানও। উত্তরপ্রদেশ রানের খাতা খোলার আগেই দুই ওপেনারকে প্য়াভিলিয়নে পাঠান প্রীতম, ঈশান। উত্তরপ্রদেশকে ভরসা দেন প্রিয়ম গর্গ এবং রিঙ্কু সিং। দু-জনই অর্ধশতরান করেন। প্রিয়মের ৫৩ এবং রিঙ্কু সিংয়ের ৭৯ রানের ইনিংস উত্তরপ্রদেশকে কিছুটা স্বস্তি দেয়। এই জুটি পারফর্ম না করলে উত্তরপ্রদেশ হয়তো একশো রানের গণ্ডিও পেরোতে পারত না।

বাংলা বোলারদের মধ্যে সবচেয়ে সফল ঈশান পোড়েল। মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। আর এক পেসার প্রীতম চক্রবর্তী ৩ উইকেট নেন। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ ২০ রান দিয়ে ২ উইকেট নেন। মাত্র ৬৩.৫ ওভারে ১৯৮ রানেই অলআউট উত্তরপ্রদেশ। বোলারদের সৌজন্যে বাংলা দারুণ জায়গায় ছিল। যদিও ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম দিন চালকের আসনে বসতে ব্য়র্থ বাংলা। উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে বাংলা। ওপেনার অভিষেক দাস (৮) ও কৌশিক ঘোষ (০) এর পর তিনে নামা অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার (১) এবং সুদীপ ঘরামিও (০) প্যাভিলিয়নে। দিনের শেষে ক্রিজে রয়েছেন অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল (৪) এবং নাইট ওয়াচম্য়ান প্রীতম চক্রবর্তী (১২)। বাংলার একটাই ভরসা, এখনও ব্যাট হাতে নামা বাকি অধিনায়ক মনোজ তিওয়ারির। এ ছাড়াও ব্যাটিং লাইন আপে ভরসা করা যেতে পারে অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদের উপরও।

দিনের খেলার শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘ওদের ২০০ রানের মধ্যে আটকে রাখতে পারায় খুশি। ঈশান খুবই ভালো বোলিং করেছে। ওর পারফরম্য়ান্সে আমি খুশি। ব্যাটিংয়ে ৪ উইকেট হারালেও, আমি আত্মবিশ্বাসী কাল ব্য়াটাররা ভালো পারফর্ম করবে।’

Next Article