IND vs BAN: ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সচিন-রোহিতদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন ঈশান কিষাণ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 22, 2022 | 6:14 PM

Ishan Kishan: চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ঈশান কিষাণ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন।

IND vs BAN: ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সচিন-রোহিতদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন ঈশান কিষাণ
ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সচিন-রোহিতদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন ঈশান কিষাণ
Image Credit source: BCCI Twitter

Follow Us

চট্টগ্রাম: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে রেকর্ড গড়লেন ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ (Ishan Kishan)। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম শতরান এল টিম ইন্ডিয়ার তরুণ তারকা ঈশানের ব্যাটে। চট্টগ্রামে সাকিব আল হাসানদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি (Double Century) করে সচিন তেন্ডুলকর-রোহিত শর্মাদের এলিট গ্রুপে ঢুকে পড়লেন ঈশান কিষাণ। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ঈশান আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন। সেই তথ্য তুলে ধরল TV9Bangla

ঈশান কিষাণ ছাড়া ভারতের আর যে ক্রিকেটাররা অতীতে ডাবল সেঞ্চুরি করেছেন –

  •  সচিন তেন্ডুলকর
  • রোহিত শর্মা
  •  বীরেন্দ্র সেওয়াগ

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে চোট পাওয়ায় কারণে রোহিত শর্মা তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। যার ফলে সাকিব আল হাসানদের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে সুযোগ পান টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঈশান। দেশের হয়ে এর আগে মোট ৯টি একদিনের ম্যাচে খেলেছিলেন ঈশান। আজ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০ নম্বর ওয়ান ডে ম্যাচে খেলার সুযোগ পেয়ে, সেটা লাগাতে ভুল করেননি ঈশান। চট্টগ্রামে তিনি ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূরণ করেন। ওয়ান ডে ক্রিকেটে এটাই দ্রুততম দ্বিশতরান। ঈশান ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড। এর আগে ইউনিভার্সাল বস ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। সেটাই এত দিন ছিল এক দিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এ বার সেই রেকর্ড চলে এল ঈশানের ঝুলিতে।

ডাবল সেঞ্চুরি করার পর খুব বেশিক্ষণ আর ক্রিজে থাকতে পারেননি ঈশান। শেষ অবধি ২১০ রান করে মাঠ ছাড়েন তিনি। ঈশানের নজরকাড়া ডাবল সেঞ্চুরি সাজানো ছিল ২৪টি চার ও ১০টি ছয় দিয়ে। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ২৯০ রানের পার্টনারশিপ গড়েন ঈশান কিষাণ।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল ভারতের। যার মধ্যে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ইতিমধ্যেই হাত ছাড়া হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছেন সাকিবরা। আজ চট্টগ্রামে চলছে তৃতীয় ওয়ান ডে। এ বার দেখার সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে কিনা।

Next Article