Ishan kishan : ঘরোয়া ক্রিকেটে কেন খেলবেন না ঈশান? জানা গেল আসল কারণ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 18, 2023 | 12:10 AM

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলীপ ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ঝাড়খণ্ডের কিপার ব্যাটার ঈশান কিষাণ। জানা গিয়েছে এর আসল কারণ।

Ishan kishan : ঘরোয়া ক্রিকেটে কেন খেলবেন না ঈশান? জানা গেল আসল কারণ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ডাক পেয়েছিলেন, তবে মাঠে নামার সুযোগ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ঈশান কিষাণের টেস্ট স্কোয়াডে ডাক নিশ্চিত। মাসখানেক পর শুরু হচ্ছে ক্যারিবিয়ান সফর। ঠিক তার আগে দলীপ ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ঈশান। চোট নেই, তা সত্ত্বেও খেলতে চান না। ঈশান কিষাণের এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা ভেসে আসছে। তবে এ বার সামনে এল আসল কারণ। জানা গিয়েছে, ১২ জুলাই থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিশেষভাবে নিজেকে প্রস্তুত রাখতে চান ঈশান (Ishan Kishan)। যে কারণে দলীপ ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে না খেলে নিজেকে ফিট রাখতে বেঙ্গালুরু যাবেন ঝাড়খণ্ডের কিপার ব্যাটার। বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

২০২৩ সালে এখনও পর্যন্ত খেলা সবকটি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন ঈশান। এ বারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবকটি ম্যাচ খেলেছেন। নিউজ ১৮-এর রিপোর্ট অনুযায়ী, ঈশানের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ঈশানের আন্তর্জাতিক কেরিয়ার লম্বা হতে চলেছে। সামান্য বিরতি মেলেনি। এ বার ক্রিকেট থেকে কিছুটা সময় দূরে থেকে নিজের ফিটনেসের উপর জোর দিতে চান এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এনসিএ-তে বিশেষ ট্রেনিং নিতে চান তিনি। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের পূর্ণ সফরে তাঁর স্কোয়াডে থাকা নিশ্চিত। তাই দলীপ ট্রফিতে খেলার জন্য সময় দিতে পারবেন না। নয়তো ঈশান কোনও টুর্নামেন্ট এড়িয়ে যেতে চাইছেন না।

ক্যারিবিয়ানে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। সফরে দুটি টেস্ট ৩টি ওডিআই এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সফরে এই দুটি টেস্ট, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের অন্তর্ভূক্ত।

  • প্রথম টেস্ট : ১২-১৬ জুলাই : ডমিনিকা
  •  দ্বিতীয় টেস্ট : ২০-২৪ জুলাই : ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভাল 
  • প্রথম ওডিআই ম্যাচ : ২৭ জুলাই : বার্বাডোজ
  • দ্বিতীয় ওডিআই ম্যাচ : ২৯ জুলাই : বার্বাডোজ
  • তৃতীয় ওডিআই ম্যাচ : ১ অগস্ট : ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি

৩-১৩ অগস্ট গায়ানা এবং ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি এবং ফ্লোরিডায় রয়েছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।

Next Article