নয়াদিল্লি : ফের একবার সম্মুখ সমরে বিরাট কোহলি (Virat Kohli) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কোহলি ও সৌরভের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। বহুবার তাঁদের সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে এসেছে। ১৬তম আইপিএলেও (IPL 2023) তেমন এক ঘটনা ঘটেছিল। তারপর থেকে ফের আলোচনায় বিরাট-সৌরভ দ্বন্দ্ব। কেন হঠাৎ নতুন করে জন্ম নিয়েছে সৌরভ-বিরাট বিতর্ক? আসলে ঘটনার প্রেক্ষাপটে আরসিবি বনাম দিল্লি ম্য়াচ। সেই ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটাররা যখন সৌজন্য বিনিময় করতে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন বিরাট ও সৌরভ দু’জনই একে অপরকে এড়িয়ে যান। বিদ্যুৎগতিতে সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর নানা মুনির নানা মতের মতো একাধিক বক্তব্য উড়ে আসে। অনেকেই বলেছিলেন, দিল্লির বিরুদ্ধে অতি আগ্রাসী মনোভাব দেখা গিয়েছিল বিরাট কোহলির। কেন হাত মেলাননি বিরাট-সৌরভ, তার উত্তর কেবল তাঁরাই দিতে পারবেন। এ বার পডকাস্ট দ্য গ্রেড ক্রিকেটারে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ শেন ওয়াটসন জানান যে, তাঁর মনে হয়েছে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে দিল্লির যে দিন খেলা ছিল সেই দিন বিরাট কোহলির ভেতরে আগুন জ্বলছিল। আর কী কী বললেন ওয়াটসন বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় বিরাট-সৌরভ দ্বৈরথ রীতিমতো হটকেক। তাঁরা কেন একে অপরের সঙ্গে হাত মেলাননি তা নিয়ে বিরাট মাথাব্যথা নেটিজ়েনদের। নেটদুনিয়ায় কোহলি ও সৌরভকে নিয়ে যে বিতর্ক হচ্ছে তা নিয়ে শেন ওয়াটসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বোধহয় গুজব ছড়ানো হচ্ছে। তবে আমি বিষয়টি নিয়ে নিশ্চিত নই।’ পাশাপাশি তিনি জানিয়েছেন তাঁর মনে হয়েছে, যে কারণেই হোক না কেন বিরাট কোহলি সেই ম্যাচে মারাত্মক তেতে ছিলেন। আর কোহলিকে তেতে থাকতে দেখলে বিপক্ষে যে দলই থাকুক না কেন, নিঃসন্দেহে তাদের জন্য চাপ তৈরি হয়।
এই প্রসঙ্গে শেন ওয়াটসন বলেন, ‘কী কারণে তা জানি না, কিন্তু ওই ম্যাচে বিরাট কোহলির মনে একটা আলাদা আগুন জ্বলছিল, এটা নিশ্চিত। বিরাট যখন আগ্রাসী মেজাজে থাকে, তখন ওকে দারুণ ছন্দে পাওয়া যায়। তবে সৌরভের সঙ্গে ওর কী হয়েছে তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারব না।’ প্রসঙ্গত, সেই ম্যাচে বিরাট কোহলি সেই ৩৪ বলে ৫০ রান করেছিলেন। আর শেষ আরসিবি দিল্লির বিরুদ্ধে ২৩ রানে জিতেছিল।