মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) কেন রান পাচ্ছেন না? আইপিএল (IPL 2022) কোন টিম জিতবে, তার থেকেও বড় প্রশ্ন এটা। যে বিরাট নিজেকে রান মেশিনের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিলেন, সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ১০০ সেঞ্চুরির রেকর্ড যিনি ভাঙতে পারেন বলে ধরে নিয়েছিল ক্রিকেট বিশ্ব, সেই তিনিই প্রায় তিন বছর কোনও সেঞ্চুরি পাননি। দেশের হয়ে হোম কিংবা অ্যাওয়ে সিরিজে রান নেই। এমনকি আইপিএলেও তিনি রান পাচ্ছেন না। ১২ ম্যাচ খেলে তাঁর অ্যাকাউন্টে মাত্র ২১৬ রান। একটাই হাফসেঞ্চুরি করেছেন। তার থেকেও বড় কথা হল, তিনটে ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। যে বেশ বিরল ঘটনা। বিরাটের কী হল, তা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট দুনিয়ায়। নানা জনে নানা মত দিচ্ছেন। রবি শাস্ত্রী, মাইকেল ভনের মতো প্রাক্তনরা বলছেন, ক্রিকেট থেকে সাময়িক বিরতির নেওয়া উচিত তাঁর। আবার সুনীল গাভাসকরের মতো প্রাক্তনের পরামর্শ, ক্রিকেট থেকে বিরতি নিয়ে লাভ হবে না। যত খেলবেন, তত তাঁর রানে ফেরার সম্ভাবনা বাড়বে। বিরাট নিজে কী বলছেন?
ভারতের সেরা ক্রিকেটারের নিজের ফর্ম নিয়ে মন্তব্য, ‘এমন ঘটনা আমার কেরিয়ারে আগে কখনও ঘটেছে বলে মনে হয় না। আর সেই কারণেই নিজের পরিস্থিতি দেখে হেসেছি। আমার মনে হয়েছে, ক্রিকেটের যে যে দিক দেখা উচিত আমার, সবই দেখে ফেললাম।’
ক্রিকেট বিশেষজ্ঞরা নানা মতামত দিচ্ছেন তাঁর ফর্ম নিয়ে। বিরাটের কানে কি সে সব পৌঁছেছে? বিরাট বলে দিচ্ছেন, ‘আমার যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যা অনুভব করছি, এই পরিস্থিতিগুলো কেমন, তা ওরা কোনও ভাবেই বুঝতে পারবে না। কী ভাবে বাইরের সব আওয়াজ থামাতে হয়, সেটা অনেকেই জানে। হয় টিভি সেট মিউট করে দিতে হবে কিংবা কে কী বলছে, তাতে মনোযোগই দেয় না। আমি এই দুটোই করি।’
আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার পর এখন নেতৃত্ব দিচ্ছেন ফাফ দু প্লেসি। সেই ফাফকে নিয়ে বিরাট বলছেন, ‘ফাফ আর আমি দু’জন মিলে একসঙ্গেই মিলেমিশে গিয়েছি। ও কিন্তু মাঠে পূর্ণ স্বাধীনতা দেয়। ও মনোভাবই টিমের মধ্যে ওর প্রতি সম্মান বাড়িয়ে দিয়েছে।’