Rohit Sharma: দেশ বনাম ক্লাব বিতর্কে শ্রেয়স-ঈশানকে চরমবার্তা দিলেন রোহিত!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 06, 2024 | 4:50 PM

শ্রেয়স ও ঈশান, দু'জনেই বোর্ডের নির্দেশ অমান্য করেছেন। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় বারবার বলা সত্ত্বেও ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলতে নামেননি ঈশান। এমনকি, ইংল্যান্ড সিরিজে তাঁকে খেলার জন্য যোগাযোগ করা হলেও তিনি রাজি হননি, এমনও শোনা গিয়েছে। ফলে, বোর্ডের তাঁর উপর যে একরাশ ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রমাণও হয়েছে। শ্রেয়সের ক্ষেত্রেও ব্যাপারটা এক।

Rohit Sharma: দেশ বনাম ক্লাব বিতর্কে শ্রেয়স-ঈশানকে চরমবার্তা দিলেন রোহিত!
Rohit Sharma: দেশ বনাম ক্লাব বিতর্কে শ্রেয়স-ঈশানকে চরমবার্তা দিলেন রোহিত!
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: জাতীয় টিমের ডিউটি না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, বিসিসিআই (BCCI) স্পষ্ট বার্তা দিয়েছে ক্রিকেটারদের। বোর্ডের ফতোয়া যদি না মানেন, কী শাস্তি হতে পারে? শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই ক্রিকেটারকে নিয়ে কম বিতর্ক চলছে না। কেউ মনে করছেন, বোর্ডের কঠোর মনোভাব অত্যন্ত জরুরি। আবার কেউ মনে করছেন, বোর্ড দু’রকম নীতি তুলে ধরেছে। হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারের ক্ষেত্রে ছাড় কেন দেওয়া হল? জটিল পরিস্থিতিতে কিন্তু ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা চরম বার্তা দিলেন শ্রেয়স-ঈশানকে।

কাল থেকে ধরমশালায় সিরিজের পঞ্চম ও অন্তিম টেস্ট শুরু। সিরিজে ৩-১ এগিয়ে ভারত। কিন্তু ওই ম্যাচও হাতছাড়া করতে নারাজ রোহিত ও তাঁর দলবল। বুধবার প্রেস মিটে ভাবনা ও পরিকল্পনা পরিষ্কার করে দিয়েছেন রোহিত। ঠিক তেমনই জানিয়ে দিয়েছেন, শ্রেয়স ও ঈশানকে নিয়ে তাঁর মনোভাব কী! রোহিত বলেছেন, ‘প্লেয়ারদের ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে। যদি না মেডিক্যাল টিম তাদের কোনও সার্টিফিকেট দিয়ে থাকে। ঘরোয়া ক্রিকেট গুরুত্বপূর্ণ। সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি মুম্বই বনাম তামিলনাড়ু ম্যাচ টিভিতে দেখেছি। ঘরোয়া ক্রিকেটকে কিন্তু গুরুত্ব দিতেই হবে। এটাই ভারতীয় ক্রিকেটের প্রাথমিক বিষয়।’

শ্রেয়স ও ঈশান, দু’জনেই বোর্ডের নির্দেশ অমান্য করেছেন। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় বারবার বলা সত্ত্বেও ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি খেলতে নামেননি ঈশান। এমনকি, ইংল্যান্ড সিরিজে তাঁকে খেলার জন্য যোগাযোগ করা হলেও তিনি রাজি হননি, এমনও শোনা গিয়েছে। ফলে, বোর্ডের তাঁর উপর যে একরাশ ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রমাণও হয়েছে। শ্রেয়সের ক্ষেত্রেও ব্যাপারটা এক। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলতে রাজি হননি। শ্রেয়সও নাকি কেকেআরের নেটে যোগ দিয়েছিলেন। তাই এই দু’জনকে চুক্তি থেকে বাদ দিয়ে উদাহরণ তৈরি করেছে বোর্ড।

ঘরোয়া ক্রিকেটের বদলে আইপিএল খেলার প্রতি ঝোঁক বেশি এই প্রজন্মের। যা একেবারেই মেনে নিতে পারছে না বোর্ড। অধিনায়ক রোহিত শর্মাও চান, নতুন প্রজন্ম যেন ঘরোয়া ক্রিকেটকে সমান গুরুত্ব দেয়। সেই কারণেই তিনি কড়া বার্তা দিলেন শ্রেয়স-ঈশানকে।

Next Article