ICC World Cup 2023: বাবরদের পক্ষে ফাইনালে ওঠা কঠিন, মত প্রাক্তন পাক ক্রিকেটারের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 05, 2023 | 7:55 PM

Mohammad Yousuf: দের সামনে যে একটু বেগ পেতে হবে বাবরদের তা হয়তো আগে থেকেই আঁচ করতে পেরেছেন ইউসুফ। সম্প্রতি এক সাক্ষাত্কারের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফকে পাকিস্তানের ফাইনালে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এর জবাবে তিনি বলেন, ‘দলের ফাইনালে পৌঁছানো কঠিন।

ICC World Cup 2023: বাবরদের পক্ষে ফাইনালে ওঠা কঠিন, মত প্রাক্তন পাক ক্রিকেটারের
মহম্মদ ইউসুফ

Follow Us

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ICC World Cup 2023)। প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে। কে খেলবে ফাইনাল ম্যাচ? কে হবে চ্যাম্পিয়ন? শেষ হাসি হাসবে কে? এই সব প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে কঠিন। অনেক বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান দল সেমিফাইনাল খেলবে। তবে পাকিস্তান প্রসঙ্গে তাদেরই প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf) বলেছেন, ”পাকিস্তানের ফাইনালে ওঠাটা একটু কঠিন।” বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতে ওডিআই বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বাছাই পর্বে নিজেদের যোগ্যতা অর্জন করে ওডিআই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। তাদের সামনে যে একটু বেগ পেতে হবে বাবরদের, তা হয়তো আগে থেকেই আঁচ করতে পেরেছেন ইউসুফ। লিগ পর্বে আরও কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে। এই পাকিস্তান টিমের মহম্মদ নওয়াজ, আঘা সলমন ছাড়া সকলেই প্রথম ভারতে আসা। এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফকে পাকিস্তানের বিশ্বকাপ সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, ‘দলের ফাইনালে পৌঁছানো কঠিন। তবে যে চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তারা হল পাকিস্তান,ভারত,অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ ছাড়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুই দল খুব ভালো খেলে নিজেদের যোগ্যতা অর্জন করতে পারে।”

এখানেই শেষ নয়। ইউসুফ আরও বলেন, “ভারতের পিচ-পরিস্থিতি পাকিস্তানের মতো। সেখানকার আবহাওয়াও পাকিস্তানের মতো। কোন দুই দল ফাইনালে যাবে, এখনই বলা কঠিন। তবে আমি চাই ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনালে লড়াই হোক। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যখন দুই দল মুখোমুখি হয়েছিল, ম্যাচটি দুর্দান্ত হয়েছিল। একটা বড় ফাইনাল ছিল।”

এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। টুর্নামেন্ট এগতেই ছন্দহীন হয়ে পড়ে। সুপার ফোরেই বিদায় নেয় তারা। সেই হার থেকে শিক্ষা নিয়ে ইউসুফকে ভুল প্রমাণ করাই যেন লক্ষ্য থাকবে বাবর আজমদের।

Next Article