AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: কার সঙ্গে ব্যাটিং করতে ভয় পান নাইট উইকেটকিপার?

নাইট উইকেটকিপার বলেন, 'আন্দ্রে রাসেলের সঙ্গে ব্যাটিং করা খুব ভয়ের। বিশ্বের অন্যতম সেরা হার্ড হিটার রাসেল। ওর গায়ে অসম্ভব শক্তি। ও এমন এক ক্রিকেটার, যখন ফর্মে থাকে একাই সব শেষ করে দেয়। দলের চাপ একার হাতে কমিয়ে দেওয়ার ক্ষমতা আছে ওর। আক্রমণাত্মক ব্যাটিং করে। ও ব্যাটিং করার সময় উল্টো প্রান্তে দাঁড়িয়ে থাকলে খুবই ভয় লাগে। এমন একজন ক্রিকেটার দলের সম্পদ।'

IPL 2022: কার সঙ্গে ব্যাটিং করতে ভয় পান নাইট উইকেটকিপার?
স্যাম বিলিংস। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 8:30 AM
Share

মুম্বই: আন্দ্রে রাসেল যখন ফর্মে থাকেন, বিপক্ষ বোলারদের নিয়ে ছিনিমিনি কেলেন। নাইটদের ক্যারিবিয়ান অলরাউন্ডার পঞ্জাবের বিরুদ্ধে ৩১ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে প্যাট কামিন্সের ইনিংসও তো ভোলার নয়। এক ওভারেই খেল খতম করে দিয়েছিলেন অজি অলরাউন্ডার। দিল্লির কাছে কেকেআর হারলেও, সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। শুক্রবার হায়দরবাদের বিরুদ্ধে ম্যাচ নাইটদের। প্যাট কামিন্সকে প্রকৃত অলরাউন্ডার বললেন নাইট উইকেটকিপার স্যাম বিলিংস। এক দৈনিকে সাক্ষাৎকারে রাসেল, কামিন্স আর শ্রেয়স আইয়ারের প্রশংসা করেন নাইটদের উইকেটকিপার। চলতি আইপিএলে ৫ ম্যাচের মধ্যে এখনও ৩টে-তে জিতেছে নাইট রাইডার্স। গতবারের রানার্স আপ এ বছর কাপ জিততে মরিয়া। কিন্তু কোন সতীর্থর সঙ্গে ব্যাটিং করতে ভয় পান বিলিংস? এক সাক্ষাৎকারে নিজেই খোলসা করলেন সেই কথা।

নাইট উইকেটকিপার বলেন, ‘আন্দ্রে রাসেলের সঙ্গে ব্যাটিং করা খুব ভয়ের। বিশ্বের অন্যতম সেরা হার্ড হিটার রাসেল। ওর গায়ে অসম্ভব শক্তি। ও এমন এক ক্রিকেটার, যখন ফর্মে থাকে একাই সব শেষ করে দেয়। দলের চাপ একার হাতে কমিয়ে দেওয়ার ক্ষমতা আছে ওর। আক্রমণাত্মক ব্যাটিং করে। ও ব্যাটিং করার সময় উল্টো প্রান্তে দাঁড়িয়ে থাকলে খুবই ভয় লাগে। এমন একজন ক্রিকেটার দলের সম্পদ।’

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংসের প্রশংসাও করেন স্যাম বিলিংস। তিনি বলেন, ‘কামিন্স একজন প্রকৃত অলরাউন্ডার। যে ঘণ্টায় ৯০ মাইলে বল করবে, দু’দিকে সুইং করাবে, আবার ব্যাট হাতে ম্যাচও জেতাবে।’

অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসা করে বিলিংস বলেন, ‘শ্রেয়সের ক্যাপ্টেন্সিতে আমি মুগ্ধ। গত কয়েক বছরে নিজেকে অনেক উন্নত করেছে। ব্যাটার হিসেবে, মানুষ হিসেবে এবং অধিনায়ক হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ৫ বছর আগে আমি আর ও একসঙ্গে দিল্লি ক্যাপিটালসে খেলতাম। তখন ও খুব চুপচাপ থাকত। তবে বরাবরই ওর মধ্যে আত্মবিশ্বাস লক্ষ্য করতাম। নিজের ক্ষমতার ব্যাপারে ওয়াকিবহাল। অনেক পরিশ্রমও করে। অধিনায়ক হিসেবে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। সতীর্থদের সব সময় স্বাধীন ভাবে খেলার পরামর্শ দেয়। একজন প্রকৃত নেতা। ভবিষ্যতে আরও অনেক দূর ও এগিয়ে যাবে। আমার খুব ভালো বন্ধুও।’

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় পেসার দীপক চাহার ছিটকে গেলেন চোটে