ভারত সফরে শেষ বার খেলেছিলেন। ১০ জুলাই শুরু হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। প্রথম টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। তারই তোড়জোড় চলছে। বিদায়ী টেস্টের প্রস্তুতিতে কাউন্টি ক্রিকেটে খেলছেন জেমস অ্যান্ডারসন। তিনি যে একইরকম প্রস্তুত, বোঝা গেল প্রথম স্পেলেই। দীর্ঘ চার মাস পর বাইশগজে ফিরলেন। আর প্রথম স্পেলেই নিলেন ৬ উইকেট!
আটদিন পর কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন জেমস অ্যান্ডারসন। পেস বোলিংয়ে একটা অধ্যায়ের সমাপ্তি হবে। ম্যাচের মেয়াদ যতটা, অ্যান্ডারসন ততক্ষণই বর্তমান। এরপরই প্রাক্তন হয়ে যাবেন ৪১ বছরের জিমি। শেষটাও সুন্দর করে রাখতে বদ্ধপরিকর। তারই ছাপ যেন পাওয়া গেল কাউন্টি ম্যাচে। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন জেমস অ্যান্ডারসন। এ দিন নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে সব মিলিয়ে নিলেন সাত উইকেট। এর মধ্যে প্রথম স্পেলেই ছয়। সব মিলিয়ে মাত্র ১৯ রানে ৭ উইকেট!
টেস্ট ক্রিকেটে পা রেখেছিলেন সেই ২০০৩ সালে। লর্ডসে কেরিয়ারের শেষ এবং ১৮৮তম টেস্ট খেলতে চলেছেন। কেরিয়ারে ইতিমধ্যেই ৭০০ টেস্ট উইকেট রয়েছে। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি এবং সার্বিক ভাবে তৃতীয় সর্বাধিক উইকেট তাঁর দখলেই। গত মার্চে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। এরপর কাউন্টিতে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন।
Six wickets in James Anderson’s first spell in four months.
He’s pretty good, isn’t he? pic.twitter.com/ok4Q0X8KCu
— Vitality County Championship (@CountyChamp) July 2, 2024
এ দিন প্রথম শ্রেনির ক্রিকেটে এই নিয়ে ৫৫ বার পাঁচ কিংবা তার বেশি উইকেট নিলেন এক ইনিংসে। সব মিলিয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ১১২১।