সদ্য টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বার্বাডোজে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়। এই নিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এরপরই নানা সুন্দর মুহূর্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই টিমেও ছিলেন রোহিত শর্মা। এ বার ক্যাপ্টেন হিসেবে দেশকে চ্যাম্পিয়ন করলেন হিটম্যান। টুর্নামেন্টে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও দুর্দান্ত। রোহিতের জন্য পারফেক্ট বিশ্বকাপ বলা যায়। পুরো টুর্নামেন্টে রান না পেলেও ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। বাকি কাজটা পূর্ণ করেন বোলাররা। ফাইনালে রোহিতের ট্রফি নিতে যাওয়াটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল।
কাতার বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে দেখা গিয়েছিল ট্রফি নিতে যাওয়ার সময় বিশেষ মুভ করতে। সকলের কাছেই তা আকর্ষণীয় লেগেছিল। বার্বাডোজে ট্রফি নিতে যাওয়ার সময় ভারত অধিনায়ক রোহিত শর্মাও সেই মুভ করেন। WWE তথা কিংবদন্তি কুস্তিগির রোহিতের সেই ভিডিয়ো পোস্ট করেছেন। WWE হল অব ফেমের এই কিংবদন্তির নাম রিক ফ্লেয়ার।
রোহিত যে মুভটি করেছেন সেটি রিক ফ্লেয়ার স্ট্রুট নামেই পরিচিত। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম কোনও দল অপরাজিত চ্যাম্পিয়ন। ট্রফি নিতে যাওয়ার সময় রোহিতের সেই সেলিব্রেশন দেখে কিংবদন্তি রিক ফ্লেয়ার ভিডিয়ো শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে রোহিতকে মেনশন করে রিক ফ্লেয়ার লিখেছেন, আমার খেলার বই থেকে একটা পাতা নিয়ে নিলে!
বিশ্বকাপ জয়ের পরই দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানান বিরাট কোহলি। তার কিছুক্ষণের মধ্যে রোহিত শর্মাও একই ঘোষণা করেন। একদিন পর রোহিত ও বিরাটের তালিকায় নাম লেখান অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও।