USA CRICKET: ফের ছয় ছক্কা আন্তর্জাতিক ক্রিকেটে, কে ঘটালেন এমন কীর্তি?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Sep 10, 2021 | 1:34 PM

ভারতীয় বংশোদ্ভূত জাসকরন মালহোত্রা এদিন ছিল একেবারে বিধ্বংসী মেজাজে।এদিন টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায় পাপুয়া নিউগিনি

USA CRICKET: ফের ছয় ছক্কা আন্তর্জাতিক ক্রিকেটে, কে ঘটালেন এমন কীর্তি?
রেকর্ড গড়লেন জসকিরন

Follow Us

ওমানঃ রবি  শাস্ত্রী, গ্যারি সোবার্স, যুবরাজ সিংহের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ছয় ছক্কা। সাড়া পড়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। ঘটনাস্থল ওমানের আল আমেরাত স্টেডিয়াম। পাপুয়া নিউগিনি বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে এই অনন্য কীর্তি গড়লেন জাসকরন মালহোত্রা।

ভারতীয় বংশোদ্ভূত জাসকরন মালহোত্রা এদিন ছিল একেবারে বিধ্বংসী মেজাজে।এদিন টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায় পাপুয়া নিউগিনি। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আমেরিকা। এরপরেই ক্রিজে নেমে শুরু জাসকরন মালহোত্রার ঝড়। মাত্র ১২৪ বলে ১৭৩ রান করেন জসকরন। যার মধ্যে রয়েছে ৪টি বাউন্ডারি ও ১৬টি ওভার বাউন্ডারি। আর এই ঝোড়ো ব্যাটিংয়েই গড়লেন ইতিহাস। পাপুয়া নিউগিনির বোলার গাওদি টোকার এক ওভারে ছয় বলে ছটি ছয়। এদিন গাওদিকেই যেন টার্গেট করে নিয়েছিলেন মার্কিন ব্যাটসম্যানরা। ৭ ওভারে ৬৬ রান দিয়ে কোনও উইকেট পাননি গাওদি। তারউপর এক ওভারে জাসকরনের এক ওভারে ছয় ছক্কা।

এদিন সেঞ্চুরি করে আরও এক কীর্তি গড়লেন জাসকরন। প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত জাসকরন মালহোত্রার জন্ম পঞ্জাবে। ১৯৮৯ সালে। এরপর বাবা কর্মসূত্রে আমেরিকায় চলে যাওয়া বড় হওয়া সেখানেই। ছোট থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল জাসকরনের।

প্রসঙ্গত, যুবরাজ সিং হোন বা গ্যারি সোবার্স কিংবা রবি শাস্ত্রী, কেউই কিন্তু একদিনের ক্রিকেটে এক ওভারে ছটি ছয় হাঁকাননি। একমাত্র দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবসের রয়েছে এই কীর্তি। জাসকরন হয়ে দ্বিতীয় ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে এই কীর্তি গড়লেন।

এদিন জাসকরনের ১৭৩ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৭১ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র।

Next Article