কলকাতা: জসপ্রীত বুমরাকে অ্যাকশনে দেখার অপেক্ষা শেষ হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কামব্যক করছেন বুমরা (Jasprit Bumrah)। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের আগেই দলে বুমরার প্রত্যাবর্তনের জোর জল্পনা। কামব্যকের জন্য কোন সিরিজকে পাখির চোখ করছেন বুমরা? বিসিসিআই ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে অগস্ট মাসেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ফিরুক বুম বুম। ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও এশিয়া কাপ শুরুর মাঝে আয়ারল্যান্ড (India vs Ireland) সফর রয়েছে ভারতের। ওই সিরিজে ফিরতে পারেন বুমরা। এরপর এশিয়া কাপ থেকে ধীরে ধীরে বিশ্বকাপের দিকে নিয়ে যেতে চায় তাঁকে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
২০২২ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে টি-২০ সিরিজ খেলেছিল ভারত। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সিরিজ জিতে ফেরে টিম ইন্ডিয়া। এ বছর আয়ারল্যান্ডে মোট তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। দল ঘোষণা হতে এখনও ঢের দেরি। ১৮, ২০ ও ২৩ অগস্ট তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে ভারত। ওই সিরিজেই বুমরাকে ফেরানোর কথা ভাবছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে মোট পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সিরিজের জন্য দল ঘোষণা এখনও বাকি, তবে ভারতীয় বোর্ড মনে করছে ক্যারিবিয়ান সিরিজে বুমরাকে ফেরাতে গেলে তাড়াহুড়ো করা হয়ে যাবে। অতীত অভিজ্ঞতা থেকে এ বার সতর্ক ভারতীয় বোর্ড। দলের পেস ব্রিগেডের অন্যতম সেরা অস্ত্রটিকে নিয়ে আর কোনও ঝুঁকি নিয়ে যায় না বিসিসিআই।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চোটের জন্য দলের বাইরে বুমরা। তাঁর পিঠের চোটের অস্ত্রোপচারের পর বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। বিসিসিআইয়ের মূল লক্ষ্য অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপের আগেই যাতে ম্যাচ ফিট হয়ে যাক বুমরা। ৫০ ওভারের ফরম্যাটে খেলানোর আগে টিম ম্যানেজমেন্ট স্বল্প ওভারের ফরম্যাটে বুমরাকে খেলিয়ে দেখে নিতে চাইছে। এনসিএ-র সবুজ সিগন্যাল পেলে আইরিশদের বিরুদ্ধে টি-২০তেই বুমরার প্রত্যাবর্তনের পথ খুলছে।