Jasprit Bumrah: পাক ম্যাচের আগে শক্তি বাড়ল টিম ইন্ডিয়ার, দলে ফিরলেন জসপ্রীত বুমরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 08, 2023 | 4:17 PM

IND vs PAK: ১০ সেপ্টেম্বর, রবিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে মুখোমুখি হবে রোহিত শর্মার মেন ইন ব্লু ও বাবর আজমের গ্রিন আর্মি।

Jasprit Bumrah: পাক ম্যাচের আগে শক্তি বাড়ল টিম ইন্ডিয়ার, দলে ফিরলেন জসপ্রীত বুমরা
সুপার-৪ এর আগে দলে ফিরলেন বুমরা।

Follow Us

নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup 2023) মাঝে হঠাৎ ছুটি নিয়েছিলেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শ্রীলঙ্কা থেকে তড়িঘড়ি ভারতে ফিরে এসেছিলেন বুমরা। কারণ, বুমরা দম্পতির কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের পরই বুমরা শ্রীলঙ্কা ছেড়ে ভারতে ফেরেন। তাই ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অংশ নিতে পারেননি বুমরা। তবে এ বার ভারতের সুপার ফোর পর্ব শুরু হওয়ার আগে দলে ফিরলেন বুমরা। যার ফলে ক্রিকেট মহলে অনেকেই বলছেন, ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে শক্তি বাড়ল টিম ইন্ডিয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়া কাপের মাঝে বুমরা ও তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন তাঁদের প্রথম পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তার নাম রেখেছেন অঙ্গদ। বুমরা এবং সঞ্জনা তাঁদের সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর হাতের ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছিলেন।

যদিও ছেলের সঙ্গে আপাতত বেশি সময় কাটানোর সুযোগ পেলেন না জসপ্রীত বুমরা। সদ্যোজাতকে রেখে জাতীয় দলের দায়িত্ব পালনে চলে এসেছেন তিনি। রবিবার ১০ সেপ্টেম্বর ভারত সুপার ফোরের ম্যাচে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। জানা গিয়েছে, আজ শুক্রবার সকালেই কলম্বো পৌঁছে গিয়েছেন ভারতীয় পেসার বুমরা। শুক্রবার সন্ধ্যায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বুমরা।

উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের আগে ইন্ডোর অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবারের (৭ সেপ্টেম্বর) মতো শুক্রবারও কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তাই আজ আবহাওয়া ভালো না থাকলে, মেন ইন ব্লুকে বৃহস্পতিবারের মতো ইন্ডোর অনুশীলন করতে হতে পারে।

Next Article