AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi-Anil Kumble: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রীনাথ, কুম্বলেরা

Javagal Srinath-Anil Kumble-PMO: পাঠ্যসূচিতে কী ভাবে খেলাধূলাকে প্রাধান্য দেওয়া যায় তা নিয়ে শ্রীনাথ, কুম্বলেদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন দেশের প্রধানমন্ত্রী। এমনকি খেলাধূলার অগ্রগতির জন্য ভারত সরকারের কী পরিকল্পনা রয়েছে তাও সেই বৈঠকে আলোচনা করেন মোদী।

Narendra Modi-Anil Kumble: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রীনাথ, কুম্বলেরা
Image Credit: twitter
| Edited By: | Updated on: Feb 13, 2023 | 4:40 PM
Share

বেঙ্গালুরু: কর্ণাটক সফরে গিয়ে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরো ইন্ডিয়ার উদ্বোধনে কর্ণাটক সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। সোমবারই বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারবেসে এরো ইন্ডিয়ার উদ্বোধন করেন। রবিবার কর্ণাটকের ক্রীড়াবিদ, কন্নড় অভিনেতাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। খেলাধূলা থেকে সিনেমা- বিভিন্ন বিষয়েই তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। ভারত সরকার কি ভাবে খেলাধূলা আর সিনেজগতকে প্রাধান্য দিচ্ছেন সে বিষয়ে তিনি কথা বলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদরা উপস্থিত ছিলেন সেখানে। বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন ময়াঙ্ক আগারওয়াল, মণীশ পান্ডেরা। কন্নড়ের জনপ্রিয় অভিনেতারাও ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে। খেলাধূলা নিয়ে শ্রীনাথ, কুম্বলেদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিস্তারিত TV9Bangla-য়।

পাঠ্যসূচিতে কী ভাবে খেলাধূলাকে প্রাধান্য দেওয়া যায় তা নিয়ে শ্রীনাথ, কুম্বলেদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন দেশের প্রধানমন্ত্রী। এমনকি খেলাধূলার অগ্রগতির জন্য ভারত সরকারের কী পরিকল্পনা রয়েছে তাও সেই বৈঠকে আলোচনা করেন মোদী। টোকিও অলিম্পিকের আগে অ্যাথলিটদের উজ্জীবিত করতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। বরাবরই খেলাধূলাকে বেশ প্রাধান্য দেন মোদী। অলিম্পিকের মাঝেও অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন। তাঁদের মনোবল বাড়ান প্রধানমন্ত্রী। দেশের খেলাধূলাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে উন্নত পরিকাঠামোর ব্যবস্থাও করেছেন মোদী। তৃণমূলস্তর থেকে খেলোয়াড় তুলে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

বৈঠকের পর প্রাক্তন ক্রিকেটার জাভাগল শ্রীনাথ বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ ভালো সময় কাটালাম। বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাঠ্যসূচিতে কি ভাবে খেলাধূলার সংযোজন করা যায় এবং কি ভাবে তার গুরুত্ব বাড়ানো যায় সে বিষয়ে আমরা কথা বলি। আমরা ওনার মতাদর্শও শুনেছি। খুব ভালো উদ্যোগ নিচ্ছেন উনি। স্কুলস্তরে প্রত্যেকেই খেলাধূলাকে গুরুত্ব সহকারে দেখুক। প্রত্যেকের উচিত এতে অংশ নেওয়া। এই ধরণের বিষয় শিশুদের মনের বিকাশে সাহায্য করবে। দেশের ক্রীড়াব্যবস্থাও এর ফলে অনেক উন্নত হবে। খেলাধূলার বিষয়ে প্রধানমন্ত্রীর গভীর জ্ঞান রয়েছে। উনি যে প্রকল্প নিতে চলেছেন তাকে সাধুবাদ জানাই।’

ভারতের অপর প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি গর্বিত এবং সম্মানিত। উনি এই প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর চিন্তা ভাবনা অনেক উঁচু পর্যায়ের। সমস্ত বয়সের মানুষের কাছেই প্রধানমন্ত্রী এক আদর্শ মানুষ। মহান ভারত তৈরির জন্য ওনার যে ভিশন রয়েছে তা সত্যিই দেখার মতো। ওনার সঙ্গে দেখা করার পর আমার স্বপ্ন সত্যি হয়েছে। মহান ভারত তৈরির জন্য অনেক শুভেচ্ছা রইল।’

অপর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে বলেন, ‘৫ বছর বাদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। ছত্তিশগড়ে শেষ বার ওনার সঙ্গে দেখা হয়েছিল। আমার সঙ্গে আলাদা কথা বলেন। আমাকে চিতাবাঘের ছবি তোলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কর্ণাটকের বন্য প্রাণী সংরক্ষণ বোর্ডের সঙ্গে যুক্ত থাকার সময়ে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন উনি আমদাবাদের মুখ্যমন্ত্রী ছিলেন। মাইসোর চিড়িয়াখানার জন্য সিংহ চেয়েছিলাম। সেই সিংহগুলো এখন বেশ ভালো আছে।’