রক্তিম ঘোষ
কলকাতা: ১৯ নভেম্বর ফাইনাল। মাঝে ৩ সপ্তাহেরও বেশি সময়। কিন্তু কলকাতার আর তর সইছে না। কলকাতা এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিশ্বকাপ (ICC World Cup) এ বার রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ভাবছেন আবেগের বিস্ফোরণ? হতে পারে। ভাবছেন অতিরিক্ত আত্মবিশ্বাস? তাও হতে পারে। সে যে কারণই হোক, শনিবাসরীয় কলকাতা জানিয়ে দিল, বিশ্বকাপ এ বার ভারতের। ১৯ নভেম্বর আমেদাবাদ শুধু সিলমোহর দেবে। ভাবছেন আজগুবি কথাবার্তা লেখার মানে কী? খোলসা করে বলা যাক।
শনিবার দুপুর ১২টা নাগাদ। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে মেট্রো চ্যানেল ধরে ইডেনের দিকে এগিয়ে চলা। ইতিউতি দেখা মিলল বাংলাদেশ সমর্থকদের। কেউ এসেছেন কুমিল্লা, কেউ ঢাকা থেকে। আবার কেউ বরিশাল থেকে। কলকাতায় ম্যাচ। তাই বাংলাদেশ সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। গায়ে সবুজ জার্সি। ইডেনে ম্যাচ মানেই ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশে ভবানীপুর ক্লাবের গা দিয়ে শুরু হয়ে যায় জার্সি, রং, ফেট্টি কেনার তোড়জোড়। সেখানেই পসরা সাজিয়ে বসে আছেন জার্সি বিক্রেতারা। সেখান থেকে জার্সি কিনছেন যেমন বাংলাদেশের সমর্থকরা, ঠিক তেমনই এ বাংলার সমর্থকদেরও ভারতের জার্সি কেনার হিড়িক। ভারতীয় টিমের জার্সির পিঠে যে নামটা বেশি জ্বলজ্বল করছে, তা হল বিরাট কোহলি। তা বেশ, ভারতীয় ক্রিকেটের পিনআপ বয়ের পোস্টার বিক্রি হবে, এটাই তো স্বাভাবিক। ঘোর কাটল হঠাৎ মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে এসে।
মূর্তির চারদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না মঞ্চ। ভিড় সেখানে। লক্ষ্মীপুজোর দিন আন্দোলনকারীরা ব্যস্ত লক্ষ্মীপুজোয়। আর তার ঠিক সামনেই জার্সির পসরা বসিয়ে বিক্রেতারা অপেক্ষায় লক্ষ্মীলাভের। পাশাপাশি ভারত, বাংলাদেশ জার্সি। বাংলাদেশের জাতীয় পতাকা কেনারও হিড়িক রয়েছে সেখানে। হঠাৎ চোখে পড়ল ভারতীয় জার্সিতে থাকা বিসিসিআইয়ে লোগোর দিকে। লোগোর ঠিক ওপরে ৩ তারা। চোখ কচলে আরও একবার দেখা। হ্যাঁ, সঠিক। ৩টে তারাই তো। ওডিআই বিশ্বকাপের জন্য বিসিসিআই যে নতুন জার্সি তৈরি করেছে বিরাট-রোহিতদের জন্য, সেখানে তো ২ তারা। কারণ সহজ, ১৯৮৩ ও ২০১১ সালে দু’বার একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে টিম ইন্ডিয়া। তাই জার্সির লোগোর ওপরে ২ তারা। ফুটবল হোক বা ক্রিকেট- জার্সিতে বিশ্বজয়ের সংখ্যা অনুযায়ী তারা থাকে জার্সিতে। যেমন ফুটবলে। ব্রাজিলের জার্সিতে ৫ তারা। আর্জেন্টিনার জার্সিতে ৩ তারা। জার্মানির জার্সিতে ৪টে তারা। ক্রিকেটেও তেমন। অস্ট্রেলিয়ার জার্সিতে ৫ তারা। ভারতের জার্সিতে ২ তারা। পাকিস্তানের ১। তা হলে কলকাতায় যে জার্সি বিক্রি হচ্ছে সেখানে ৩ তারা এল কী করে? খোঁজ নিয়ে জানা গেল, এই জার্সি তৈরি হয় বিশরপাড়া অঞ্চলে। মধ্যগ্রামের সন্নিকটে। সেখান থেকেই বিক্রেতা এসেছেন জার্সি পসরা নিয়ে। তবে কী তাঁরা ভেবে নিয়েছেন বিশ্বকাপ এবার মেন ইন ব্লুর?
হাল্কা হাসি বিক্রেতার। হাসিটা যেন সম্মতির। নাকি বিরাটদের নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের? কে জানে। তবে সেই জার্সিও বিক্রি হচ্ছে দেদার। রোহিতদের বুকে ৩ তারা বসার আগেই কলকাতার দর্শকদের পরনে উঠল ৩ তারার জার্সি। কলকাতা যেন বিশ্বকাপ জিতে নিয়েছে ৩ সপ্তাহ আগেই।
ঘরোয়া আড্ডায়, কেউ কোনও ভবিষ্যদ্বাণী করলেই তাঁকে ব্যাঙ্গাত্মক সুরে বলা হয়, ‘যা গিয়ে শহীদ মিনারের তলায় টিয়া পাখি নিয়ে বস’। আর শহীদ মিনারের থেকে ঢিল ছোঁড়া দূরেই রোহিতদের ভবিষ্যদ্বাণী করে দিলেন কলকাতার জার্সি বিক্রেতা। ফাইনালের ৩ সপ্তাহ আগেই!