ICC ODI World Cup: ম্যাচ চলাকালীন অ্যাকিলিসে তীব্র যন্ত্রণা, মাঠ ছাড়লেন কিউয়ি পেসার

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 28, 2023 | 5:25 PM

Lockie Farguson: চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। টানা তিন ম্য়াচে উইকেটের দেখা পান। বাংলাদেশের ও আফগানিস্তানের বিরুদ্ধে ৩ এবং ভারতের বিরুদ্ধে ৬৩ রান খরচ করে ২ উইকেটের দেখা পান লকি। স্বাভাবিক ভাবেই অভিজ্ঞ স্পিনারের চোট চাপে ফেলেছে কিউয়ি ব্রিগেডকে। নিউজিল্যান্ডেক পরবর্তী খেলা ১ নভেম্বর। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। সপ্তম ওভারে আক্রমণে আসেন লকি। প্রথম ওভারে ১৭ রান খরচ করেন তিনি। এরপর পরের দুই ওভারে ১৯ রান খরচ করেন। ক্রিজে তখন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। এরপরই ঘটে বিপদ! ডান অ্যাকিলিসে চোট পান লকি। চোট এতটাই গুরুতর যে মাঝ পথেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।

ICC ODI World Cup: ম্যাচ চলাকালীন অ্যাকিলিসে তীব্র যন্ত্রণা, মাঠ ছাড়লেন কিউয়ি পেসার
লকি ফার্গুসন

Follow Us

ধরমশালা: শনিবার ক্রিকেট প্রেমীদের জন্য় বড় চমক। বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) জোড়া ম্যাচ। একদিকে ধরমশালায় মুখোমুখি নিউজিল্য়ান্ড (New Zealand)ও অস্ট্রেলিয়া (Australia)। অন্যদিকে ইডেনে মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বৈরথ। চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়লেন কিউয়ি পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson)। এখন কেমন আছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। সপ্তম ওভারে আক্রমণে আসেন লকি। প্রথম ওভারে ১৭ রান খরচ করেন তিনি। এরপর পরের দুই ওভারে ১৯ রান খরচ করেন। ক্রিজে তখন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। এরপরই ঘটে বিপদ! ডান অ্যাকিলিসে চোট পান লকি। চোট এতটাই গুরুতর যে মাঝ পথেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপর ব্ল্যাকক্যাপসের তরফে সামাজিক মাধ্য়মে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ম্যাচ চলাকালীন ডান অ্যাকিলিসে তীব্র ব্য়থার কারণে তিনি আর আজকের ম্য়াচে ফিরতে পারছেন না।


চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। টানা তিন ম্য়াচে উইকেটের দেখা পান। বাংলাদেশের ও আফগানিস্তানের বিরুদ্ধে ৩ এবং ভারতের বিরুদ্ধে ৬৩ রান খরচ করে ২ উইকেটের দেখা পান লকি। স্বাভাবিক ভাবেই অভিজ্ঞ স্পিনারের চোট চাপে ফেলেছে কিউয়ি ব্রিগেডকে। নিউজিল্যান্ডেক পরবর্তী খেলা ১ নভেম্বর। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তার আগে ফার্গুসনের সুস্থ হয়ে ওঠাটা একান্তভাবে প্রয়োজন কিউয়িদের জন্য়। কারণ তাঁর মতো অভিজ্ঞ পেসার শুধু প্রতিপক্ষকে ফেরাতেই নয়, বরং দলকে সাহস জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন।

 

Next Article