Joe Root: গ্রাহাম গুচকে টপকে ওডিআই বিশ্বকাপের রেকর্ডবুকে জো রুট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 10, 2023 | 3:58 PM

ICC World Cup 2023: ভারতের মাটিতে চলছে ওডিআই বিশ্বকাপ। ধরমশালা স্টেডিয়ামে আজ ১০ অক্টোবর মুখোমুখি জস বাটলারের ইংল্যান্ড এবং সাকিব আল হাসানের বাংলাদেশ। এই ম্যাচে ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচকে টপকে গিয়েছেন জো রুট।

Joe Root: গ্রাহাম গুচকে টপকে ওডিআই বিশ্বকাপের রেকর্ডবুকে জো রুট
ধরমশালায় বাংলাদেশের বিরুদ্ধে যে রেকর্ড গড়লেন জো রুট
Image Credit source: PTI

Follow Us

ধরমশালা: বিশ্বকাপের মঞ্চে ছাপ রাখতে কে না চায়। তা কারও বিশ্বকাপ অভিষেক হোক বা কারও তৃতীয় বিশ্বকাপই হোক। রেকর্ড গড়া-ভাঙার কাজ করলে ফুরফুরে থাকেন ক্রিকেটাররা। কেরিয়ারের তৃতীয় ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খেলছেন জো রুট (Joe Root)। ইংল্যান্ডের হয়ে নতুন ইতিহাস লিখলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে থ্রি লায়ন্সদের হয়ে এতদিন সর্বাধিক রান ছিল প্রাক্তন তারকা গ্রাহাম গুচের দখলে। এ বার সেই রেকর্ড ভেঙে দিলেন জো রুট। বাংলাদেশের বিরুদ্ধে নয়নাভিরাম ধরমশালা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ খেলছে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ম্যাচে রুট ভেঙে দিয়েছেন ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচের রেকর্ড। সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে ৮২ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন রুট। আপাতত ওডিআই বিশ্বকাপে রুট করেছেন কত রান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধরমশালায় টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান। এই ম্যাচে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট তিন নম্বরে নেমেছিলেন। ৬৮ বলে ৮২ রান করেন জো রুট। মেরেছেন ৮টি চার ও ১টি ছয়। কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমে জো রুট ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছেন। ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচ এর আগে ওডিআই বিশ্বকাপের ২১টি ম্যাচে ৮৯৭ রান করেছিলেন। গ্রাহাম গুচের থেকে ২টি কম ম্যাচ খেলে তাঁকে টপকে গেলেন জো রুট। আজ ওডিআই বিশ্বকাপের ১৯তম ম্যাচ খেলছেন রুট। এই তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। এই নিয়ে অষ্টম বার ওডিআই বিশ্বকাপে হাফসেঞ্চুরির বেশি রান করলেন রুট। সবমিলিয়ে ওডিআই বিশ্বকাপে ৯১৭ রান করলেন রুট।

ইংল্যান্ডের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় একে রুট, দুইয়ে গ্রাহাম গুচ। তিন নম্বরে রয়েছেন কিংবদন্তি ইয়ান বেল (২১টি ম্যাচে ৭১৮ রান)। চার নম্বরে রয়েছেন থ্রি লায়ন্সের কিংবদন্তি অ্যালান ল্যাম্ব (১৯টি ম্যাচে ৬৫৬ রান।)

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড। তাতে রয়েছে ডেভিড মালানের দুর্ধর্ষ ১৪০ রান, রুটের ৮২ এবং জনি বেয়ারস্টোর ৫২ রান। এই ম্যাচ জিততে হলে সাকিবের বাংলাদেশকে তুলতে হবে ৩৬৫ রান।

 

Next Article