পিটারসনকে ছাপিয়ে গেলেন রুট

sushovan mukherjee |

Jan 24, 2021 | 6:03 PM

ভারত সফরের আগে দুরন্ত ফর্মে ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

পিটারসনকে ছাপিয়ে গেলেন রুট
দুরন্ত ফর্মে জো রুট। ছবি-আইসিসি

Follow Us

গল: কেভিন পিটারসনকে টপকে গেলেন জো রুট। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে উঠে এলেন রুট। টেস্টে মোট ৮,১৮১ রান করেছেন কেভিন পিটারসন। এ দিন পিটারসনের সেই মোট রানসংখ্যাকে টপকে যান জো রুট। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও শতরান করেন ইংল্যান্ডের অধিনায়ক। প্রথম টেস্টে ২২৮ রান করেছিলেন তিনি।

গলে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করায় টেস্টে ১৯টি শতরান করে ফেললেন রুট। ক্রিকেট বিশ্বের ১২তম ব্যাটসম্যান হিসেবে ৯৯তম টেস্টে শতরান করার নজিরও গড়লেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে রুটের এটা তৃতীয় শতরান। গত বছর একটিও সেঞ্চুরি করতে পারেননি তিনি। তবে নতুন বছরের শুরুতেই ব্যাটিং ধামাকা দেখাচ্ছেন জো রুট। টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান রয়েছে অ্যালেস্টার কুকের (১২,৪৭২ রান)। কুকের পরে রয়েছেন গ্রাহাম গুচ (৮,৯০০ রান), অ্যালেক স্টুয়ার্ট (৮,৪৬৩) এবং ডেভিড গাওয়ার (৮,২৩১)।

আরও পড়ুন:রাজস্থান রয়্যালসে নয়া ভূমিকায় সাঙ্গাকারা

গলে দিনের শেষ ওভারে ১৮৬ রানে রান আউট হন জো রুট। গল টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৩৩৯। শ্রীলঙ্কার থেকে এখনও ৪২ রানে পিছিয়ে ইংল্যান্ড।

 

 

Next Article