কলকাতা: আইপিএলের ইতিহাসে সেরা ক্যাচ? কেন উইলিয়ামসনকে নিজের বলেই উড়ন্ত ক্যাচে আউট করেছেন রবি বিষ্ণোই। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ওই ক্যাচ দেখার পর বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন সকলে। কট অ্যান্ড বোল্ডের জন্য বোলার ক্যাচ ধরেন। কিন্তু এমন কঠিন ক্যাচ কোনও বোলার নিতে পারেন? রবি-উদয় না হলে বিশ্বাসই হত না। ক্রিকেটে ক্যাচের জন্য বিখ্যাত ছিলেন জন্টি রোডস। যাঁর মতো ক্যাচ ধরতে কিংবা ফিল্ডিং করতে আজও কেউ পারেন না। সেই তিনিই ফাঁস করে দিলেন রবি বিষ্ণোইয়ের ক্যাচিংয়ের গোপন তথ্য।
লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস— এই তথ্যটুকুই যথেষ্ট, ফিল্ডার হওয়ার বাসনা টিমের সবার মধ্য়েই থাকবে। কিন্তু কেউ কেউ ছাপিয়ে যান নিজেকে। বিষ্ণোই যেমন। প্রতিবারই আইপিএলে নজরকাড়া ক্যাচ ধরেন তিনি। কিন্তু উইলিয়ামসনের এই ক্য়াচ ধরে নিজেকেও ছাপিয়ে গিয়েছেন। যেন লেগস্পিনার নিজেকে উপহার দিয়েছেন উইলিয়ামসনের উইকেটটা। যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন সকলে। ম্যাচের পর কিংবদন্তি ফিল্ডার জন্টি পর্যন্ত জড়িয়ে ধরেছেন তাঁকে। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটা যোগ্য শিষ্য তৈরি করেছেন বিষ্ণোইকে।
অবিশ্বাস্য ফিল্ডার হিসেবে রবির উদয় নিয়ে কী বলছেন জন্টি? ‘ফিল্ডিংয়ের সময় রবি আমাকে ক্লান্ত করে দেয়। ওকে একটাও প্র্যাক্টিস মিস করতে দেখিনি। বিশেষ করে যদি ফিল্ডিং প্র্যাক্টিস থাকে, তা হলে কোনও দিন ওকে কামাই করতে দেখিনি। রবি নিজের বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করে। তবে ব্য়াটিংয়ে খুব জোর দেয় না। কিন্তু ফিল্ডিংয়ের প্রশ্ন উঠলেই ওকে ডাগআউটে বসতে দেখি না। কিংবা ড্রেসিংরুমে বসে থাকে না।’ ফিল্ডিং আসলে প্যাশন। এটা সবার থাকে না। যাঁদের থাকে, তাঁরা বোলার হোন আর ব্যাটার, যত্ন নিয়ে ফিল্ডিংটাও করেন। রবির এটাই প্লাস পয়েন্ট।
জন্টি একই সঙ্গে বলছেন, ‘বোলারের ক্ষেত্রে ফলো-থ্রুতে ক্যাচ ধরা সব সময় কঠিন কাজ। ক্যাচটা ধরার ক্ষেত্রে রবি একটু পিছনে গিয়েছিল। নিজেকে সময় দিয়েছে। আর সেই কারণেই ক্যাচ ধরার ক্ষেত্রে দেরি হলেও ও কোনাকুনি উড়ে গিয়ে ধরতে পেরেছিল।’
রবি নিজে কী বলছেন? ‘আমার মাথায় কিছুই ছিল না। বলটা যখন আমার দিকে উড়ে আসছিল, তখন আমি রিঅ্যাক্ট করেছিলাম। ফলো থ্রুতে আমি ক্রিজের অন্য দিকটা ব্যবহার করার চেষ্টা করেছিলাম। তার পর উড়ে গিয়ে ক্যাচটা ধরেছিলাম। জন্টি রোডস যেমন বলেন, তুমি যদি চেষ্টা না করো, তা হলে কী হতে পারে, জানো না। আমি জন্টি স্যারের ওই মন্ত্রটা শুধু মাথায় রেখেছিলাম ক্যাচটা ধরার ক্ষেত্রে।’