Yuzvendra Chahal: রুগ্ন নিরাপত্তারক্ষী… চাহালকে নিয়ে হঠাৎ মজা করলেন কেন বীরু?

Apr 08, 2024 | 2:51 PM

বিশ্বকাপ আসলেই ভারতের এক তারকা স্পিনারকে নিয়ে আলোচনা চলে। তিনি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশ্য তাঁর আবার বিশ্বকাপ ভাগ্য অতটাও ভালো নয়। কারণ, এক বা দু'বার নয় মোট তিন বার বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তিনি। চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট ঝুলিতে ভরে তিনি পার্পল ক্যাপের মালিক। ফলে তাঁর অনুরাগীরা আশা করছেন বিশ্বকাপের টিকিট এ বার পাবেন চাহাল।

Yuzvendra Chahal: রুগ্ন নিরাপত্তারক্ষী... চাহালকে নিয়ে হঠাৎ মজা করলেন কেন বীরু?
রুগ্ন নিরাপত্তারক্ষী... চাহালকে নিয়ে হঠাৎ মজা করলেন কেন বীরু?
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: আইপিএল পর্ব শেষ হলেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। এ বারের আইপিএলে (IPL) ভারতীয় নির্বাচকদের বিশেষ নজর রয়েছে। কারণ, যে ভারতীয় ক্রিকেটাররা টুর্নামেন্টে ভালো পারফর্ম করবেন, তাঁরা বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য এগিয়ে থাকবেন। বিশ্বকাপ আসলেই ভারতের এক তারকা স্পিনারকে নিয়ে আলোচনা চলে। তিনি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অবশ্য তাঁর আবার বিশ্বকাপ ভাগ্য অতটাও ভালো নয়। কারণ, এক বা দু’বার নয় মোট তিন বার বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তিনি। চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি উইকেট ঝুলিতে ভরে তিনি পার্পল ক্যাপের মালিক। ফলে তাঁর অনুরাগীরা আশা করছেন বিশ্বকাপের টিকিট এ বার পাবেন চাহাল। তাঁকে নিয়ে অবশ্য চমকের অন্ত নেই বীরেন্দ্র সেওয়াগেরও।

চলতি আইপিএলে টানা ৪টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। মোট ৮টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। আরসিবির বিরুদ্ধে রাজস্থানের ম্যাচের শেষে চাহালকে নিয়ে ভারতের কিংবদন্তি বীরেন্দ্র সেওয়াগ ক্রিকবাজকে বলেছেন, ‘টি-২০ ক্রিকেটে ও অনবদ্য বোলার। কিন্তু এখনও বিশ্বকাপে খেলেনি। টি-২০ বিশ্বকাপের সময় এলেই ও দল থেকে বাদ পড়ে যায়। চাহালকে দলে রাখার প্রসঙ্গ আসলেই যেন ভারতীয় টিমের অন্দরে কিছু একটা ঘটে যায়। আইপিএলে ওর অনবদ্য বোলিং আমরা দেখতে পাচ্ছি। আরসিবিকে হারানোর জন্য ওর অবদান আমাদের কাছে পরিষ্কার।’

যুজি চাহালকে আসন্ন বিশ্বকাপে দেখতে চাইছেন বীরু। তাঁর কথায়, ‘ব্যাটারদের মানসিকতা বুঝে ও খেলে। ওর কাছে একাধিক সুন্দর ডেলিভারির বিকল্প রয়েছে। আমি আশা করছি ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা টি-২০ বিশ্বকাপে ও খেলবে। আমরা ওকে সুখা বডিগার্ড বলি।’

বীরেন্দ্র সেওয়াগের সেন্স অব হিউমর অসম্ভব। তিনি অতীতে একাধিক সময় সিরিয়াস বার্তা রসিকতা করে প্রকাশ্যে তুলে ধরেছেন। পরবর্তীতে যার প্রভাব মারাত্মক দেখা গিয়েছে। এ বার তিনি স্পিনার যুজবেন্দ্র চাহালের রোগা-পাতলা চেহারার কথা তুলে ধরে কী বোঝাতে চাইলেন? যুজবেন্দ্র চাহাল চেহারার দিক থেকে রোগা বলেই কি তিনি বিশ্বকাপ এলেই ভারতীয় টিমে সুযোগ পান না? এর উত্তর অবশ্য আজ অবধি দেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Next Article