সিডনিঃ ‘গাব্বায় তোমাকে পাওয়ার জন্য মুখিয়ে আছি, অ্যাশ।’
‘আমিও তোমাকে ভারতে দেখতে চাই। মুশকিল হচ্ছে, আমার ইচ্ছেটা পূরণ হবে না। কারণ, এটাই তো তোমার শেষ সিরিজ!’
সিডনি টেস্ট ভারত ড্র করার পরই টিম পেইন আর রবিচন্দ্রন অশ্বিনের কথোপকথন নিয়ে চলছে চর্চা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এসসিজিতে ১২৮ বল খেলে ৩৯ নট আউট করেছেন অশ্বিন। তিনি এবং হনুমাই অজি বোলারদের আগ্রাসন থামিয়ে ম্যাচটা ড্র করেছেন। শেষ সেশনটাতে যখন অকল্পনীয় লড়াই চালাচ্ছেন দুই ভারতীয় ক্রিকেটার, তখন অজিরা টানা স্লেজিং চালিয়ে গিয়েছেন। যার জবাবও দিয়েছেন অশ্বিন।
Doesn’t matter if you are bruised and battered, just hang in there and you will have an opportunity to fight another day!! Test cricket teaches you life!! #SydneyTest ?? A big thanks to my team and well wishers. ? pic.twitter.com/nBk50tZMK4
— Ashwin ?? (@ashwinravi99) January 11, 2021
যে কোনও টেস্ট সিরিজে বিপক্ষকে চাপে রাখার জন্য স্লেজিং চালায় অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধেও এক সময় এই স্লেজিং চালিয়ে রীতিমতো সফলও হয়েছেন তাঁরা। কিন্তু এই ভারতকে কোনও ভাবেই থামাতে পারছেন না তাঁরা।
আরও পড়ুন:হনুমা-অশ্বিনে মুগ্ধ রাহানে
অজিদের স্লেজিংটুকু বাদ দিলে অশ্বিন কিন্তু হনুমা বিহারিতে মুগ্ধ। ১৬১ বল খেলে নট আউট ২৩ করেছেন হনুমা। কোনও অজি বোলাররাই চাপে ফেলতে পারেননি তাঁকে। হনুমাকে উল্টো দিক থেকে দেখে তাঁর মন্তব্য, ‘অস্ট্রেলিয়া সফর সব সময়ই কঠিন। এটা হনুমার দ্বিতীয় সফর। ও যখন ব্যাট করতে নামছিল, তখন মাথায় নিশ্চয় অনেক কিছু চলছিল। বিশেষ করে এই সিরিজে কত রান করেছে, সেটাও হয়তো ঘুরে ফিরে আসছিল। হনুমা হয়তো আজ ২০-র সামান্য বেশি করেছে। কিন্তু এটা সব অর্থে সেঞ্চুরির মতো। ওর জন্য আমার গর্ব হচ্ছে।’