ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলছে পাকিস্তান। এর মাঝেই পাকিস্তানের কিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ানকে নিয়ে নানা তথ্য ফাঁস করলেন আম্পায়ার। মাঠে রিজওয়ানের আচরণ কেমন, সেই বিষয়টি তুলে ধরেন। পাকিস্তানের কিপার ব্য়াটার রিজওয়ান ভালো পারফর্ম করছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল রিজওয়ানের। যদিও পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদ ইনিংস ডিক্লেয়ার করায় তাঁর ডাবল সেঞ্চুরি হয়নি। এই নিয়ে প্রচণ্ড ক্ষোভ দেখান রিজওয়ান। মাঠ থেকে বেরিয়ে ব্যাটও ছুড়ে মারেন। তাঁকে নিয়ে কী বলছেন আম্পায়ার অনিল চৌধুরী?
আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ আম্পায়ার অনিল চৌধুরী। ইউটিউব পডকাস্ট ২ স্লগার্সে অনীল চৌধুরী বলেন, ‘ও প্রচুর আবেদন করে। এমনকি আমার সতীর্থ আম্পায়ারকে বলেছি সতর্ক থাকতে। প্রতিটা ডেলিভারিতেই আউটের জন্য চেঁচাতে থাকে। ও কী একটা যেন ঠোঁটে লাগায়। লিপস্টিকের মতো। সারাক্ষণ কবুতরের মতো লাফাতে থাকে। দেখুন, একজন আম্পায়ার কিন্তু বুঝতে পারে কে দক্ষ কিপার। যদি আম্পায়ার ভালো হয়, সে একবাক্যেই বলে দেবে ওর মতো কিপারররা অদক্ষ। এখন এত টেকনোলজি এসেছে। সারাক্ষণ আবেদন করলে, রিপ্লে দেখলে ওরই তো অপমান হবে।’
ভারতের এই অভিজ্ঞ আম্পায়ার আরও যোগ করেন, ‘ও যদি সারাক্ষণ বকবক করতে থাকে, মাইকে তো বাকিরাও শুনতে পারবে। এতে তো ওকে নিয়েই হাসিঠাট্টা হবে। নিজের এমন ভাবমূর্তি কে তৈরি করতে চায়? লোকজন মুখিয়ে থাকে ওকে নিয়ে মজা করার জন্যই।’ রাওয়ালপিন্ডি টেস্টে রিজওয়ান এবং সাউদ শাকিলের অনবদ্য ইনিংসের সৌজন্যে ভালো জায়গায় ছিল পাকিস্তান। ৪৪৮/৬ স্কোরেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন পাক অধিনায়ক। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৫৬৫ রান।