Kane Williamson: নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন উইলিয়ামসন

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 15, 2022 | 12:41 PM

দীর্ঘ ছয়বছর ধরে লাল বলের ফরম্যাটে কিউয়িদের নেতা উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি কিউয়িদের প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম কারণ।

Kane Williamson: নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন উইলিয়ামসন
Image Credit source: Twitter

Follow Us

ওয়েলিংটন: তাঁর ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ড জিতেছে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship)। কিউয়িদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও সেরা অধিনায়ক কেন উইলিয়ামসন এ বার টেস্ট ফরম্যাটের নেতৃত্ব (Test Captaincy) ছাড়লেন। কেনের এই হঠাৎ সিদ্ধান্তে চমকে গিয়েছে ক্রিকেট বিশ্ব। দীর্ঘ ছয়বছর ধরে লাল বলের ফরম্যাটে কিউয়িদের নেতা উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি কিউয়িদের প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম কারণ। ব্ল্যাক ক্যাপসের হয়ে ৪০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২২টি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে উইলিয়ামসনের। ১০টি টেস্টে হার ও আটটি ড্র। জয়ের হার ৫৫ শতাংশ। কেন নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন কেন? তুলে ধরল TV9 Bangla

টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেও এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কেন। ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটে নেতৃত্ব দেবেন আগের মতোই। সাদা জার্সিতে এ বার থেকে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নামবেন তিনি। কেন বেছে বেছে শুধু টেস্ট ফরম্যাটে নেতৃত্ব ছাড়লেন কেন? সীমিত ওভারের ফরম্যাটে এখন থেকে বেশি মনোযোগ দিতে চান। সিদ্ধান্তের কথা জানিয়ে ৩২ বছরের উইলিয়ামসন বলেছেন,”মাঠে নেমে নেতৃত্ব দেওয়ার সময় ভেতর-বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। আমার মতে, কেরিয়ারের এই পর্যায়ে এসে আমার সিদ্ধান্তটা ঠিক। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমি তেমনই অনুভব করছি। বিগত ২ বছর ধরে দুটো বিশ্বকাপ রয়েছে। এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ফোকাস করতে চাই।”

উইলিয়ামসনের থেকে টেস্ট নেতৃত্ব গিয়েছে টিম সাউদির কাঁধে। সাউদি হবেন নিউজিল্যান্ডের ৩১তম ক্যাপ্টেন। কেন সম্পর্কে দলের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, “কেনের ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ড প্রচুর সাফল্য পেয়েছে। তাঁর নেতৃত্বে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউজিল্যান্ড। আমাদের আশা, “দায়িত্ব কমে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে কেন উইলিয়ামসনের স্থায়ীত্ব আরও দীর্ঘ হবে।” এদিকে পাকিস্তান সফরের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার ইশ সোধি। চার বছর আগে শেষবার কিউয়িদের হয়ে টেস্ট খেলেছিলেন সোধি। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করাচি টেস্ট। ২ ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ডাক পেয়েছেন গ্লেন ফিলিপস এবং আক্যাপড ক্রিকেটার ব্লেয়ার টিকনার।

Next Article