লন্ডন: ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মুখিয়ে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ফাইনালের আগে ইংল্যান্ড সফরে ২টো টেস্ট খেলবে নিউজিল্যান্ড। তবে উইলিয়ামসনের মন পড়ে ফাইনালেই। টেস্ট ক্রিকেটকে আকর্ষণ করতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন আইসিসির। আর সেটার ফাইনাল অনেকটাই মাত্রা বাড়িয়ে দিয়েছে।
? “It’s really, really exciting to be involved in the final, obviously to win it would be that much better”
One month out from the #WTC21 Final, anticipation is growing among the @BCCI and @BLACKCAPS stars? pic.twitter.com/79uJx2RcQ2
— ICC (@ICC) May 18, 2021
টুইটারে আইসিসির এক ভিডিয়ো বার্তায় ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘উত্তেজনায় ফুটছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রত্যেক দলই কড়া জবাব দিয়েছে একে অপরকে। তবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এক অন্য মাত্রা এনে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কঠিন টেস্ট সিরিজ খেলতে হয়েছে আমাদের। এমন এক একটা ম্যাচ, যেখানে সবাই ঝুঁকি নিতে চাইবে।’
বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে মোকাবিলা করা সবসময়ই চ্যালেঞ্জিং। জানাতে ভুললেন না উইলিয়ামসন। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এক কঠিন চ্যালেঞ্জ। ফাইনালে মাঠে নামতে মুখিয়ে আছি। ঐতিহাসিক ফাইনাল জিতলে এর চেয়ে সুখকর আর কিছু হয়না। টেস্ট ক্রিকেট আরও আকর্ষিত হয়েছে এর ফলে।’
আরও পড়ুন:গেমসের বিরোধীতায় টোকিওর চিকিত্সকরা
সাউদাম্পটনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ফাইনালে নামার আগে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকছে কিউয়িদের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২টো টেস্টে দল সাজিয়ে নেওয়ার সুযোগ পাবেন উইলিয়ামসনরা।