গেমসের বিরোধীতায় টোকিওর চিকিত্সকরা
এমনিতেই অলিম্পিক নিয়ে সমস্যা কম নেই। একের পর এক বাধা ঠেলতে ঠেলতে এগোতে হচ্ছে আয়োজকদের। তার মধ্যে চিকিত্সকদের এই প্রতিবাদের গুরুত্ব আরও বেশি বলে মনে করছেন অনেকে
টোকিও: এতদিন সাধারণ মানুষ বিরোধীতা করছিলেন অলিম্পিকের। এ বার চিকিত্সকমহল থেকেও উঠল জোরালো আপত্তি। টোকিও মেডিক্যাল প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগাকে। বলা হয়েছে, শহরের কোনও হাসপাতালেরই বেড ফাঁকা নেই। এই অবস্থায় গেমস আয়োজন করা মারাত্মক ঝুঁকির। তাই টোকিওর চিকিত্সকদের একটা বড় অংশ চাইছেন না অলিম্পিক হোক।
সংস্থার ওই চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা প্রবল ভাবে চাইছি এই পরিস্থিতিতে যেন অলিম্পিক আয়োজন না করা হয়। কোভিডের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা তীব্র লড়াই করছি। আর তার জন্য সমস্ত হাসপাতাল চূড়ান্ত ব্যস্ত। একটাও বেড ফাঁকা নেই। এই পরিস্থিতিতে যদি অলিম্পিক আয়োজন করা হয়, চিকিত্সকদের কাছে এটা আরও বেশি সমস্যার হয়ে দাঁড়াবে।’
আরও পড়ুন:ইংল্যান্ড সফরে করোনামুক্ত ঋদ্ধি
এমনিতেই অলিম্পিক নিয়ে সমস্যা কম নেই। একের পর এক বাধা ঠেলতে ঠেলতে এগোতে হচ্ছে আয়োজকদের। তার মধ্যে চিকিত্সকদের এই প্রতিবাদের গুরুত্ব আরও বেশি বলে মনে করছেন অনেকে। অলিম্পিক হলে করোনার প্রভাব টোকিওতে বাড়বে। তা ঠেকানোর জন্য ভরসা চিকিত্সকরাই। তাঁরাই প্রতিবাদে সামিল হওয়ায় অলিম্পিক আয়োজকরাও বিপাকে পড়েছে। অবশ্য এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বা আয়োজকরা। তবে জাপান সরকার ফের একবার চাপে পড়ে গিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।