ওয়েলিংটন: পাকিস্তানের কাছে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে নিউজিল্যান্ড। সেই হার চ্যাম্পিয়ন হওয়ার আশা ভঙ্গ করেছে কিউয়িদের। এই হারের পর কেন উইলিয়ামসন খেলা ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন ছড়াচ্ছিল। কিন্তু কিউয়ি ব্যাটার সাফ জানিয়ে দিয়েছেন ক্রিকেটের কোনও ফর্ম্যাট থেকেই অবসর নিচ্ছেন না তিনি। আগের মতোই চালিয়ে যাবেন খেলা। এ নিয়ে উইলিয়ামসন বলেছেন, “আমি ক্রিকেটের সব ফর্ম্য়াটে খেলা উপভোগ করি। ক্রিকেট আমার কাছে অনেক কিছু। তা চালিয়ে যাব।”
আগামী দিনে কী হবে, তা জানার জন্য আগামী অবধি অপেক্ষার পরামর্শ দিয়েছেন এই খেলোয়াড়। তিনি বলেছেন, “এ ধরনের প্রতিযোগিতার পর আপনার চারপাশ দেখে নেওয়া উচিত। সঠিক সময়ে কী ঘটবে তার জন্য অপেক্ষা করতে হবে।”
এবার পাকিস্তানের কাছে হেরে বিদায় এবং গত বছর দুবাইয়ে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল নিউজিল্য়ান্ডকে। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপেও পর পর দুবার ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। ২০১৫ এবং ২০১৯ সালে। কিন্তু দুবারই হেরে যান কিউয়িরা। ভাল খেলেও চ্যাম্পিয়ন হওয়া হয় না তাঁদের। এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, “গোটাটাই একটা খেলা। পারফরম্যান্সটা দেখতে হবে। বুধবার আমরা সেরা খেলাটা খেলতে পারিনি সেটা মেনে নিতে হবে।” বিভিন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা অনেক কয়েকটি প্রতিযোগিতার ফাইনালে খেলেছি। আমরা ভাল পারফরম্যান্স করেছি বলেই সেটা সম্ভব হয়েছে। ভাল খেললেও হয়তো জেতার মতো ভাল খেলতে পারিনি। বিপক্ষ আমাদের মতো খেলেছে বা ভাল খেলেছে। কিন্তু দিনের শেষে ক্রিকেট খেলা। সেখানে পরাজয় আছে। কিন্তু বছরের পর বছর বড় প্রতিযোগিতায় ধারাবাহিকতা দেখানো একটা দলের কাছেও চ্য়ালেঞ্জ।”