kapil Dev: ফাইনালে ‘ডাকা হয়নি’, অভিমানী ৮৩’র বিশ্বজয়ী অধিনায়ক

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 19, 2023 | 6:34 PM

Kapil Dev: ভারতের হাতে বিশ্বকাপ দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Nerendra Modi Stadium)ঝাঁপিয়ে পড়েছে দেশবাসী। কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামে যেন চাঁদের হাট। বিনোদন থেকে ক্রিকেটজগৎ বাদ নেই কেউ। তবে যার হাতে উত্থান তিনিই আজ উপেক্ষিত। বিসিসিআইয়ের আমন্ত্রণ থেকে বঞ্চিত ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেব। হতবাক ক্রিকেটমহল।

kapil Dev: ফাইনালে ডাকা হয়নি, অভিমানী ৮৩র বিশ্বজয়ী অধিনায়ক
কপিল দেব

Follow Us

আমেদাবাদ: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus Final)। ভারতের সামনে বিশ্বকাপের হাতছানি। ভারতের হাতে বিশ্বকাপ দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Nerendra Modi Stadium)ঝাঁপিয়ে পড়েছে দেশবাসী। কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামে যেন চাঁদের হাট। বিনোদন থেকে ক্রিকেটজগৎ বাদ নেই কেউ। তবে যার হাতে উত্থান তিনিই আজ উপেক্ষিত। বিসিসিআইয়ের আমন্ত্রণ থেকে বঞ্চিত ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিল দেব। হতবাক ক্রিকেটমহল। এই প্রসঙ্গে কী বলছেন কপিল দেব (Kapil Dev)? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

ICC World Cup 2023 Final, IND vs AUS ম্যাচের লাইভব্লগের জন্য ক্লিক করুন এখানে – IND vs AUS, CWC Liveblog

 

১২ বছর পর ভারতে বিশ্বকাপ। শুধু তাই নয়, এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে খেলছ ভারত। বাড়তি উত্তেজনা কাজ করছে খুব স্বাভাবিকভাবেই। বিশ্বকাপ ফাইনালকে স্মরনীয় করে তুলতে তাই কোনও রকম কার্পণ্য করেনি বিসিসিআই। ক্রিকেট বিনোদনের সঙ্গে রয়েছে নানা চমক। গান, নাচ, এয়ার শো বাদ নেই কিছুই। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে বিশ্বজয়ী সব অধিনায়ককে আমন্ত্রণের চিঠি পাঠিয়েছে আইসিসি। প্রত্যাশা ছিল পুরো দল নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখবেন। তবে পুরো দলকে ডাকা হয়নি, তাই নিজেও আমেদাবাদের পথে পা বাড়াননি কপিল। ভারতবর্ষের ক্রিকেটের চেহারাটাই বদলে দিয়েছিল ১৯৮৩’র বিশ্বকাপ। ভারতের সেই জয়ের নেপথ্য নায়ক ছিলেন হরিয়ানা হ্যারিকেন।

 

ভারতের কাছে ৮৩’র বিশ্বকাপ রূপকথার মতোই। অতি বড় ক্রিকেট সমর্থকও ভাবতে পারেনি ভারত এমন কিছু করতে পারে। ভারতকে সেই জয় এনে দিয়েছিলেন কপিল। আজ এক যুগ পর ভারতের সামনে ফের বিশ্বকাপের হাতছানি। তবে মাঠে নেই সেই কপিল দেব! যা মানতে পারছে না ক্রিকেটপ্রেমীরা।

 

Next Article