নয়াদিল্লিঃ ভারতীয় খেলাধূলাকে এগিয়ে নিয়ে যেতে এবার মোদী সরকারের কাছে আবেদন প্রাক্তন বিশ্বকাপজয়ী কপিলদেব নিখাঞ্জের। মোদী সরকারের কাছে আবেদন, ক্রীড়া সরঞ্জামের উপর থেকে আমদানি শুল্ক তুলে নিলে আরও অনেক ক্রীড়াবিদ আরও পাবে ভারত। মত কপিলের।
আধুনিক দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে বিশ্বের খেলাধূলাও। তার সঙ্গে তৈরি হচ্ছে আধুনিক ক্রীড়া সরঞ্জামও। অনেক খেলাই আছে যাঁদের ক্রীড়া সরঞ্জামের এত চড়া দাম, যে ইচ্ছা থাকলেও সেই খেলায় অংশগ্রহণ করতে পারেনা অনেক ভারতীয়ই। যেমন- শ্যুটিং, গলফের মত খেলা। যেখানে সরঞ্জামের দামই হয় আকাশছোঁয়া। মধ্যবিত্র বা নিম্নবিত্ত মানুষদের পক্ষে সেই সরঞ্জাম কেনা একপ্রকার কঠিন। ফলে অনেক প্রতিভাই সেই খেলার ধারেকাছে পৌঁছতে পারেননা। তাঁদের কথা মাথায় রেখেই এবার মোদীর সরকারের কাছে দরবার করলেন কপিল।
প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া বা পিজিটিআইয়ের বোর্ড সদস্যদের মধ্যে অন্যতম কপিল। কাছ থেকে গলফ দুনিয়াকে দেখার পর কপিল জানিয়েছেন, “শুধুমাত্র গলফ নয়, অন্য খেলাধূলার ক্ষেত্রেও। যদি আমদানি শুল্ক ক্রীড়া সরঞ্জামের উপর থেকে তুলে নেওয়া হয় তবে অনেকেই তা কিনতে পারবেন। যেমন ব্যাডমিন্টন, গলফ বা টেবল টেনিস।যদি আমদানি শুল্ক তুলে দেওয়া হয়, তবে স্পাইকস, জুতো অনেক কম দামে কিনতে পারবেন ক্রীড়াবিদরা। আরও অনেক প্রতিভা উঠে আসবে ভারত থেকে। ”
কপিলের এই মন্তব্যকে সমর্থন করেছেন অনেক ক্রীড়াবিশেষজ্ঞই। সরঞ্জামের দাম কমলে সুবিধা হবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অনেক ক্রীড়াবিদেরই।