Shreyas Iyer, KKR: মিথ্যে বলেছেন? নিজেকে লুকোতে গিয়ে বোর্ডের রোষে KKRএর ক্যাপ্টেন

Feb 22, 2024 | 1:15 PM

Kolkata Knight Riders: ভারতীয় ক্রিকেটে ডামাডোল চলছে ঈশান কিষাণকে নিয়ে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎই সরে দাঁড়ান ঈশান কিষাণ। বোর্ডকে তিনি জানিয়েছিলেন, মানসিক কারণে ছুটি চাই। বোর্ড তাঁর ছুটি মঞ্জুর করে। এরপর থেকে উধাও হয়ে গিয়েছিলেন কার্যত। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ফেরার কথা ছিল এই তরুণ কিপার-ব্যাটারের। যদিও তার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে হত। বোর্ডের তরফে বারবার বলার পরও রঞ্জি ট্রফি খেলেননি ঈশান। শ্রেয়সও আইয়ারও কি সেই পথেই?

Shreyas Iyer, KKR: মিথ্যে বলেছেন? নিজেকে লুকোতে গিয়ে বোর্ডের রোষে KKRএর ক্যাপ্টেন
Image Credit source: X

Follow Us

শ্রেয়স আইয়ারের কি সত্যিই চোট? ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগে রঞ্জি ট্রফির ম্যাচে খেলেছিলেন। ৪৮ রানের একটা ইনিংসও রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স ভরসা দেওয়ার মতো নয়। যদিও ‘চোটের’ কারণেই তাঁকে বাদ দেওয়া হয়। সূত্রের খবর অবশ্য অন্য কথা বলছে। তাঁর চোট খুব গুরুতর ছিল না। কাল থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে। কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে নামছে মুম্বই। যদিও শ্রেয়স আইয়ার নির্বাচকদের জানিয়েছেন, তাঁর চোট রয়েছে। ফলে রঞ্জি ম্যাচের জন্য যাতে তাঁকে বিবেচনা না করা হয়। এই কারণে বোর্ডের রোষে কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় ক্রিকেটে ডামাডোল চলছে ঈশান কিষাণকে নিয়ে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে হঠাৎই সরে দাঁড়ান ঈশান কিষাণ। বোর্ডকে তিনি জানিয়েছিলেন, মানসিক কারণে ছুটি চাই। বোর্ড তাঁর ছুটি মঞ্জুর করে। এরপর থেকে উধাও হয়ে গিয়েছিলেন কার্যত। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ফেরার কথা ছিল এই তরুণ কিপার-ব্যাটারের। যদিও তার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে হত। বোর্ডের তরফে বারবার বলার পরও রঞ্জি ট্রফি খেলেননি ঈশান। শ্রেয়সও আইয়ারও কি সেই পথেই?

আগামী ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সে কারণেই কি নিজেকে লুকোতে চাইছেন শ্রেয়স আইয়ার? ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শ্রেয়স আইয়ার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচকদের জানিয়েছেন তাঁর চোট। অথচ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) স্পোর্টস সায়েন্স ও মেডিসিন হেড নীতীন প্যাটেল একটি ই-মেইল করেছেন মুম্বই ক্রিকেট সংস্থাকে। সেখানে তিনি জানিয়েছেন, শ্রেয়সের নতুন কোনও চোট নেই, খেলার জন্য ফিট তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, নীতীন প্যাটেল মেইলে লিখেছেন, ‘ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পরই যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী শ্রেয়সের নতুন কোনও চোট ছিল না। ও খেলার মতো ফিট রয়েছে।’ জাতীয় দলে ফিরতে হলে রঞ্জি ট্রফিতে পারফর্ম করতে হত শ্রেয়সের। চোটের কারণে বাদ পড়লেও দ্রুতই যে শ্রেয়স ফিট হয়ে উঠেছিলেন, এই মেইলেই তা পরিষ্কার। তারপরও রঞ্জিতে না খেলায়, এমনকি কোয়ার্টার ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ায় বোর্ডের রোষে কেকেআর অধিনায়ক।

Next Article