বলা যেতে পারে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামী কাল অর্থাৎ শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট পর্ব শেষে এ বার রাঁচি। প্রথম তিন টেস্টেই স্পোর্টিং উইকেট ছিল। পেসার, স্পিনাররা যেমন সুবিধা পেয়েছেন, তেমনই ব্যাটারদেরও দাপট দেখা গিয়েছে। কিন্তু রাঁচিতে কী হবে! এই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম অবস্থা ইংল্যান্ড শিবিরের। বুধবার ইংল্যান্ডের সহ অধিনায়ক ওলি পোপ মন্তব্য করেছিলেন, তিনি র্যাঙ্ক টার্নার পেলেও অবাক হবেন না। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অবশ্য ধাঁধায়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চতুর্থ টেস্টের পিচ নিয়ে গবেষণার যেন শেষ নেই। প্রত্যেকের ধারনা আলাদা। পরিস্থিতি এমন, ‘তুমি কি মরীচিকা না ধ্রুবতারা’! প্রথম টেস্টে মাত্র ২৮ রানে হার ভারতের। দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে ১০৬ রানের জয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। তবে রাজকোটে রেকর্ড জয়। ৪৩৪ রানে জিতেছিল ভারত। রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। রাঁচির পিচ কেমন হবে! দূর থেকে দেখা যাচ্ছে সবুজ তরতাজা ঘাস রয়েছে। প্রশ্ন উঠছে, এটা ‘কেমোফ্লেজ’ নয় তো! বেন স্টোকসের অবজারভেশন কী বলছে?
রাঁচির পিচকে বেন স্টোকস এমন ভাবে বর্ণনা করেছেন যে, তিনি জীবনে এমন কিছু দেখেননি। দূর থেকে সবুজ, সামনে গিয়ে দেখলে ফাঁটল রয়েছে পিচে। স্টোকস বলছেন, ‘এই পিচটা অবাক করার মতোই। তাই নয় কি? এর বেশি আমি কী বলব বুঝতে পারছি না। আমি সত্যিই জানি না। এটুকু বলতে পারি, জীবনে এমন কিছু দেখিনি। এই পিচ নিয়ে আমার কোনও ধারনা নেই।’