AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venkatesh Iyer: KKR-এর সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার এ বার হচ্ছেন ‘ডক্টর’

KKR, IPL: সৌদি আরবের জেড্ডায় হওয়া পঁচিশের আইপিএলের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে ভেঙ্কটেশ আইয়ারকে।

Venkatesh Iyer: KKR-এর সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার এ বার হচ্ছেন 'ডক্টর'
KKR-এর সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার এ বার হচ্ছেন 'ডক্টর'Image Credit: X
| Updated on: Dec 09, 2024 | 1:59 PM
Share

কলকাতা: পড়াশুনা ও খেলাধূলা সকলে সমানতালে চালিয়ে যেতে পারে না। আর যাঁরা দুটোতেই পারদর্শী তাঁদের এই দিক থেকে সব্যসাচীও বলা যায়। শিক্ষার দোসর কিছু নেই। ক্রিকেট বিশ্বে খুব কম ক্রিকেটারই রয়েছেন, যাঁরা খেলার পাশাপাশি লেখাপড়াতেও তুখোড়। এই তালিকায় অবশ্য রাখতে হবে আইপিএলে (IPL) ৪ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। এমবিএ ডিগ্রিধারী ভেঙ্কি এখন কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটার। এ বার তিনি হতে চলেছেন ‘ডক্টর।’ কীভাবে?

কোনও ক্রীড়াবিদ বয়সকালে খেলা চালিয়ে যেতে পারেন না। একটা সময় পর থামতেই হয়। ভেঙ্কটেশ আইয়ারও মনে করেন ৬০ বছর অবধি তিনি খেলা টালিয়ে যেতে পারবেন না। ক্রিকেটের পর যে জীবনটা কাটাতে হবে, তার জন্য শিক্ষা দরকার। এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘যতদিন না আপনি মারা যাবেন, শিক্ষা আপনার সঙ্গেই থাকবে। ৬০ বছর অবধি তো ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। একজন শিক্ষিত মানুষ হলে মাঠেও ভালো সিদ্ধান্ত নেওয়া যায়।’

কেকেআরের ২৩.৭৫ কোটির ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার মনে করেন, সকলের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা উচিত। শিক্ষিত হওয়ার সুযোগ থাকলে, সেই পথে হাঁটার বিকল্প হয় না। এই নিয়ে ভেঙ্কি বলেন, ‘আমি চাই ক্রিকেটাররা নিজেদের শুধু ক্রিকেটের জ্ঞানই নয়, সাধারণ জ্ঞান দিয়েও শিক্ষিত হোক। আপনি যদি আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে পারেন, তা হলে আপনার সেটা অবশ্যই করা উচিত।’

বর্তমানে ক্রিকেটে মনোযোগ দেওয়ার পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ার ফাইনান্সে পিএইচডি করছেন। সে কথা উল্লেখ করে কেকেআর তারকা বলেন, ‘আমি এখন আমার পিএইচডি (ফাইনান্স) করছি। পরের বার হয়তো ডঃ ভেঙ্কটেশ আইয়ার হিসেবে আমার সাক্ষাৎকার নেবেন!’