ঘরোয়া ক্রিকেটারদের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে চলছে প্রস্তুতি। ১৫ মার্চ ফুল স্কোয়াড নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরুর কথা কলকাতা নাইট রাইডার্সের। তার আগেই নাইট শিবিরে বড় ধাক্কা। আইপিএল থেকে শেষ মুহূর্তে নাম তুলে নিলেন বিদেশি ওপেনার জেসন রয়। কেকেআর শিবিরে অন্যতম ভরসা ছিলেন জেসন। তাঁর নাম তুলে নেওয়ায় বড় ধাক্কা। যদিও পরিবর্তও খুঁজে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ব্যক্তিগত কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নাম তুলে নিয়েছেন ইংল্যান্ডের জেসন রয়। দ্রুতই তাঁর পরিবর্ত ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। জেসন রয়কে রিটেইন করেছিল নাইট রাইডার্স। পরিবর্তে নেওয়া হল ইংল্যান্ডেরই ফিল সল্টকে। গত সংস্করণে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন ফিল সল্ট। অভিষেক আইপিএল ছিল তাঁর। ভারতীয় পিচে মানিয়ে নিতে বেশ সমস্যা হয়েছিল। ফিল সল্টকে ছেড়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। সেই ক্রিকেটারই এ বার কেকেআরে।
Welcoming @PhilSalt1 to the #GalaxyOfKnights 💜🚀
Let’s go! pic.twitter.com/673GQIjI3o
— KolkataKnightRiders (@KKRiders) March 10, 2024
নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, এই উইকেট কিপার ব্যাটারকে ১.৫ কোটিতে নেওয়া হল। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট। টি-টোয়েন্টিতে জোড়া সেঞ্চুরি করেছিলেন সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে। এর মধ্যে চতুর্থ টি-টোয়েন্টিতে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে যা যুগ্মভাবে দ্রুততম।