Virat Kohli: ‘বিরাট চ্যালেঞ্জ উপভোগ করে’, বলছেন দেশের প্রাক্তন কিপার

Mar 11, 2024 | 8:00 AM

চলতি মার্চে রয়েছে আইপিএল (IPL)। টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ মার্চ। এরপর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। বিরাট কোহলিকে আবার মাঠে কবে দেখা যাবে, তা নিয়ে তাঁর অনুরাগীদের মনে প্রশ্নর শেষ নেই। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার জানিয়েছেন, বিরাট সব সময় চ্যালেঞ্জ উপভোগ করে।

Virat Kohli: বিরাট চ্যালেঞ্জ উপভোগ করে, বলছেন দেশের প্রাক্তন কিপার
'বিরাট চ্যালেঞ্জ উপভোগ করে', বলছেন দেশের প্রাক্তন কিপার

Follow Us

কলকাতা: প্রায় দু’মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বেঙ্গালুরুতে ১৭ জানুয়ারি শেষ বার ভারতের জার্সিতে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে তিনি খেলেননি। ১৫ ফেব্রুয়ারি তাঁর এবং বলিউড তারকা অনুষ্কা শর্মার কোল আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান অকায় কোহলি। ছেলের জন্মের জন্যই দীর্ঘদিন লন্ডনে সস্ত্রীক বিরাট। চলতি মার্চে রয়েছে আইপিএল (IPL)। এরপর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। বিরাটকে আবার মাঠে কবে দেখা যাবে, তা নিয়ে তাঁর অনুরাগীদের মনে প্রশ্নর শেষ নেই। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার জানিয়েছেন, বিরাট সব সময় চ্যালেঞ্জ উপভোগ করে।

অনেক দিন মাঠের বাইরে থাকলেও বিরাট যে কোনও চ্যালেঞ্জের জন্য বরাবর তৈরি থাকেন। দেশের প্রাক্তন কিপার সাবা করিম এই নিয়ে বলেন, ‘আমার মনে হয় ও চ্যালেঞ্জের জন্য বরাবর তৈরি থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ক্রিকেটার এই ধরণের চ্যালেঞ্জ উপভোগ করেন। আর বিরাট কোহলি তাঁদের মধ্যে একজন। এটা মানছি যে বিরাট দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেনি। কিন্তু যখনই ও বিশ্বকাপের মতো বড় মঞ্চ পায়, তখন সব সময় ম্যাচ জেতানো ইনিংস খেলার জন্য তৈরি থাকে।’

২২ মার্চ সিএসকের বিরুদ্ধে আরসিবির প্রথম ম্যাচ। সেটিই এই মরসুমের উদ্বোধনী ম্যাচ। আসন্ন আইপিএলে আরসিবির চিন্তার কারণ হতে পারে তাদের বোলিং বিভাগ। সাবা করিমের কথায়, ‘আমার মনে হয় এ বারের আইপিএলে আরসিবির ব্যাটারদের একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। ওদের ব্যাটিং বিভাগ শক্তিশালী। তবে বোলিং চিন্তায় ফেলতে পারে। তাই বোলিং দূর্বলতা ঢাকতে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’

Next Article