KKR vs DC, IPL 2021 Match 41 Result: পন্থের দিল্লিকে হারাল কেকেআর

| Edited By: | Updated on: Sep 28, 2021 | 7:29 PM

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচের লাইভ স্কোর (Live Score)। আজকের আইপিএল ম্যাচে (today IPL match) মুখোমুখি কেকেআর ও ডিসি

KKR vs DC, IPL 2021 Match 41 Result: পন্থের দিল্লিকে হারাল কেকেআর
এগিয়ে চলেছে নাইটরা (ছবি-আইপিএল ওয়েবসাইট)

শারজা: আইপিএলের (IPL) ৪১ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আরব পর্বে তৃতীয় জয় পেল কেকেআর (KKR)। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর ক্যাপ্টেন মর্গ্যান। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে দিল্লি।

রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নিল কেকেআর (KKR)। ১৮.২ ওভারে ১৩০ রান তোলে নাইটরা। পন্থের দিল্লির (DC) বিরুদ্ধে টানটান ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখল নীতিশ রানারা। বল হাতে আজ চমক দেখিয়েছেন নাইটদের নতুন সেনসেশন ভেঙ্কটেশ আইয়ার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Sep 2021 06:27 PM (IST)

    ইওন মর্গ্যান আউট

    শুভমন গিলের নাইট ক্যাপ্টেন ইওন মর্গ্যানের উইকেট হারাল কেকেআর। কোনও রান না করেই মাঠ ছাড়লেন নাইট ক্যাপ্টেন। রবিচন্দ্রন অশ্বিন তুলে নিলেন মর্গ্যানের উইকেট

  • 28 Sep 2021 06:24 PM (IST)

    শুভমন গিল আউট

    ৩০ রান করে মাঠ ছাড়লেন নাইট ওপেনার শুভমন গিল। কাগিসো রাবাডা তুলে নিলেন গিলের উইকেট।

  • 28 Sep 2021 06:20 PM (IST)

    ১০ ওভারে কেকেআর ৬৭/২

    খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে রয়েছেন নীতিশ রানা ১২* ও শুভমন গিল ৩০*

    কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৬১ রান

  • 28 Sep 2021 06:02 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছে কেকেআর। ৬ ওভারে নাইটদের স্কোর ২ উইকেটে ৪৪

  • 28 Sep 2021 06:01 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    আবেশ খানের বলে আউট হলেন রাহুল ত্রিপাঠী। ৯ রান করে মাঠ ছাড়লেন তিনি

  • 28 Sep 2021 05:55 PM (IST)

    ৫ ওভারে কেকেআর ৩৬/১

    ৫ ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে ফেলেছে নাইটরা

  • 28 Sep 2021 05:40 PM (IST)

    শুরু থেকেই মেজাজে নাইট ব্যাটররা

    তিন ওভার শেষে কলকাতার রান  ২২ /০

  • 28 Sep 2021 05:23 PM (IST)

    ম্যাচ জিততে নাইটদের চাই ১২৮ রান

    ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান দিল্লি ক্যাপিটালসের। ৩৯ রান স্টিভ স্মিথ ও ঋষভ পন্থের। কলকাতার হয়ে দুটি করে উইকেট ভেঙ্কটেশ, নারিন ও ফার্গুসনের।

  • 28 Sep 2021 04:56 PM (IST)

    বল হাতে জোড়া উইকেট ভেঙ্কটেশ আইয়ারের

    ব্যাটে ঝলক দেখানোর পর এবার বল হাতে কামাল ভেঙ্কটেশ আইয়ারের। ফেরালেন হেটমায়ার ও অক্ষরকে।

  • 28 Sep 2021 04:50 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ৮৯/৫

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের রান। ৮৯ /৫

  • 28 Sep 2021 04:42 PM (IST)

    হেটমায়ার আউট

    ৪ রান করে মাঠ ছাড়লেন শিমরন হেটমায়ার। ভেঙ্কটেশ আইয়ার তুলে নিলেন হেটমায়ারের উইকেট

  • 28 Sep 2021 04:31 PM (IST)

    স্মিথ আউট

    লকি ফার্গুসন তুলে নিলেন স্টিভ স্মিথের উইকেট। ৩৯ রান করে মাঠ ছাড়লেন স্মিথ।

  • 28 Sep 2021 04:22 PM (IST)

    ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের রান ৬৪/২

    ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের রান ৬৪/২। ক্রিজে আছেন

    স্টিভ স্মিথ  ৩১*

    ঋষভ পন্থ  ৭*

  • 28 Sep 2021 04:03 PM (IST)

    বড় ধাক্কা আউট শ্রেয়স আইয়ার

    সুনীল নারিনের বলে বোল্ড শ্রেয়স আইয়ার।

  • 28 Sep 2021 04:01 PM (IST)

    পাওয়াপ-প্লে শেষে দিল্লি ক্যাপিটালসের রান ৩৯/১

    পাওয়ার প্লে শেষে দিল্লি ক্যাপিটালসের রান ৩৯/১।

    ক্রিজে আছেন

    স্টিভ স্মিথ – ১২ *

    শ্রেয়স আইয়ার –  ১*

  • 28 Sep 2021 03:56 PM (IST)

    ধাওয়ানের উইকেট হারাল দিল্লি ক্যাপিটাস

    লকি ফার্গুসনের বলে আউট দিল্লির ওপেনার শিখর ধাওয়ান। ২০ বলে ২৪ রান গব্বরের।

  • 28 Sep 2021 03:34 PM (IST)

    প্রথম ওভার শেষে দিল্লির রান ৫/০

    দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করলেন স্টিভ স্মিথ ও শিখর ধাওয়ান। প্রথম ওভার শেষে ঋষভদের রান ৫/০

  • 28 Sep 2021 03:24 PM (IST)

    ম্যাচ শুরুর আগে মসকরা

    খেলা শুরুর আগ মসকরা দিল্লির ধাওয়ান ও কলকাতার হরভজনের।

  • 28 Sep 2021 03:12 PM (IST)

    নজর দুই দলের প্রথম একাদশে

    কে আছেন আর কে নেই। দুই দলের প্রথম এগারোর দিকে একনজর।

  • 28 Sep 2021 03:11 PM (IST)

    দুই দলের পরিসংখ্যানে কে এগিয়ে কে পিছিয়ে

    হেড টু হেডে দিল্লি ক্যাপিটালসের থেকে কিছুটা এগিয়ে কলকাতা নাইট রাইডার্স।

  • 28 Sep 2021 03:09 PM (IST)

    কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজ অভিষেক টিম সাউদির

    কলকাতা নাইট রাইডার্সের হয়ে আজকের ম্যাচে মাঠে নামছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

  • 28 Sep 2021 03:03 PM (IST)

    টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নাইটদের

    দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যানের।

Published On - Sep 28,2021 3:00 PM

Follow Us: