KKR vs GT, IPL 2022 Match 35 Result: নাইটদের ৮ রানে হারিয়ে লিগ টেবলের মগডালে উঠল হার্দিকের গুজরাত টাইটান্স
Kolkata Knight Riders vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
মুম্বই: আজ শনিবার আইপিএল-১৫-র (IPL 2022) ডাবল হেডারের প্রথম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans)। টসে জিতে আজ সকলকে চমকে দিয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই মরসুমে এখনও অবধি যে কটা ম্যাচ হয়েছে তাতে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সব দলের অধিনায়করা। তবে আজ অন্য পথে হাঁটলেন পান্ডিয়া। টুর্নামেন্টের ৩৫তম ম্যাচে এসে টসে জেতো ফিল্ডিং বাছো ধারা বদলালেন হার্দিক। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছিল গুজরাত। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হত ১২০ বলে ১৫৭ রান। কিন্তু ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে গেল নাইটরা। কেকেআরকে ৮ রানে হারাল গুজরাত টাইটান্স। ফলে টানা ৪ ম্যাচে হারের মুখ দেখল কিং খানের দল। অন্যদিকে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে গেলেন হার্দিকরা।
Key Events
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৮ রানে কেকেআরকে হারিয়ে ২ পয়েন্ট তুলে নিল গুজরাত টাইটান্স। সেই সঙ্গে মোট ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে পড়ল হার্দিকের টাইটান্সরা।
১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে গেল নাইটরা। কেকেআরকে ৮ রানে হারাল গুজরাত টাইটান্স।
LIVE Cricket Score & Updates
-
৮ রানে জয়ী গুজরাত টাইটান্স
১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে গেল নাইটরা। কেকেআরকে ৮ রানে হারাল গুজরাত টাইটান্স।
-
রাসেল আউট
আন্দ্রে রাসেলের উইকেট তুলে নিলেন আলজারি জোসেফ। ২৫ বলে ৪৮ রান করে মাঠ ছাড়লেন রাসেল। এই মুহূর্তে ম্যাচ জিততে কেকেআরের চাই ৪ বলে ১২ রান।
-
-
খেলা বাকি ৩ ওভারের
- খেলা বাকি আর মাত্র ৩ ওভারের।
- ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে নাইটরা তুলেছে ১২০ রান।
- ম্যাচ জিততে কেকেআরের আর চাই ১৫ বলে ৩৭ রান।
-
রশিদের শিকার মাভি
শিবম মাভির উইকেট তুলে নিলেন রশিদ খান। ২ রান করে মাঠ ছাড়লেন মাভি।
-
১৫ ওভারে কেকেআর ১০৭/৬
- খেলা বাকি ৫ ওভারের।
- প্রথম ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে কেকেআর।
-
-
রিংকু আউট
রিংকু সিংয়ের উইকেট তুলে নিলেন যশ দয়াল। ২৮ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন রিংকু।
-
১০ ওভারে কেকেআর ৬৩/৪
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- শুরুর ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে কেকেআর।
- ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার ও রিংকু সিং।
-
শ্রেয়সকে ফেরালেন দয়াল
নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট তুলে নিলেন যশ দয়াল। ১২ রান করে মাঠ ছাড়লেন শ্রেয়স।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে কেকেআর।
-
৫ ওভারে কেকেআর ২৪/৩
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারের মধ্যে ২ ওপেনারের পাশাপাশি নীতিশ রানার উইকেটও হারিয়ে ফেলেছে নাইটরা।
- ক্রিজে শ্রেয়স আইয়ার ও রিংকু সিং।
-
রানা আউট
নীতিশ রানার উইকেট তুলে নিলেন লকি ফার্গুসন। তৃতীয় উইকেট হারিয়ে ফেলল কেকেআর। ২ রান করে মাঠ ছাড়লেন রানা।
-
৩ ওভারে কেকেআর ১১/২
- প্রথম ৩ ওভারের খেলা শেষ।
- প্রথম ৩ ওভারের মধ্যে নাইটদের দুটি উইকেট তুলে নিয়েছেন সামি।
- ক্রিজে শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা।
-
নারিন আউট
সুনীল নারিনের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। ৫ রান করে সাজঘরে ফিরলেন নারিন।
-
বিলিংস আউট
স্যাম বিলিংসের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। প্রথম ধাক্কা খেল নাইটরা। মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন বিলিংস।
-
রান তাড়া করতে নামল কেকেআর
নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন স্যাম বিলিংস ও সুনীল নারিন।
-
১৫৬ রানে থামল হার্দিকের টাইটান্সরা
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে গুজরাত। ম্যাচ জিততে কেকেআরকে তুলতে হবে ১২০ বলে ১৫৭ রান।
-
যশ দয়াল আউট
শেষ বলে যশ দয়ালকে ফিরিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ১৯তম ওভারে চতুর্থ উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল।
-
রাসেল ঝড় বইছে, আউট তেওয়াটিয়া
রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল। ১৭ রান করে সাজঘরে ফিরলেন রাসেল। ১৯তম ওভারে এটি রাসেলের তৃতীয় উইকেট।
-
লকি ফার্গুসন আউট
অভিনব মনোহরের পর লকি ফার্গুসনের উইকেট তুলে নিলেন আন্দ্রে রাসেল।
-
অভিনব আউট
অভিনব মনোহরের উইকেট হারাল গুজরাত। নাইটদের ছয় নম্বর উইকেট এনে দিলেন আন্দ্রে রাসেল।
-
রশিদ আউট
এক ওভারে জোড়া উইকেট উপহার দিলেন সাউদি। হার্দিক পান্ডিয়ার পর রশিদের উইকেট তুলে নিলেন টিম সাউদি।
-
হার্দিক আউট
হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নিলেন টিম সাউদি। ৬৭ রান করে সাজঘরে ফিরলেন টাইটান্স অধিনায়ক।
-
খেলা বাকি ৩ ওভারের
- ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে গুজরাত টাইটান্স তুলেছে ১৩৭ রান।
- রাহুল তেওয়াটিয়া ৩ *
- হার্দিক পান্ডিয়া ৬৭*
-
মিলার আউট
২৭ রান করে সাজঘরে ফিরলেন ডেভিড মিলার। কেকেআরকে তৃতীয় উইকেট এনে দিলেন শিবম মাভি।
-
১৫ ওভারে গুজরাত ১২৭/২
- খেলা বাকি ৫ ওভারের।
- শুরুর ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে গুজরাত।
-
নারিনের ওপর চাপ বাড়াচ্ছেন কিলার মিলার
- সুনীল নারিনকে ১৪তম ওভারে একটি চার ও ১টি ছয় মারলেন ডেভিড মিলার।
- মিলার ব্যাট করছেন ১৪ বলে ২২ রানে।
- হার্দিক পান্ডিয়া রয়েছেন ৪০ বলে ৫৫ রানে।
-
হার্দিকের হাফসেঞ্চুরি
কেকেআরের বিরুদ্ধে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
Another 5⃣0⃣ for #PapaPandya – 3rd this season ?
?????? ?? ???? ????! pic.twitter.com/WkHeJ4FL7A
— Gujarat Titans (@gujarat_titans) April 23, 2022
-
উমেশ ফেরালেন ঋদ্ধিকে
ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন উমেশ যাদব। ২৫ বলে ২৫ রান করে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা।
-
১০ ওভারে গুজরাত ৭৮/১
- প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- শুরুর ১০ ওভারে গুজরাত ১ উইকেট হারিয়ে তুলেছে ৭৮ রান।
- হার্দিক পান্ডিয়া ব্যাট করছেন ৪৬ রানে।
- ঋদ্ধি রয়েছেন ১১ রানে।
-
মাভির ওপর চাপ বাড়াচ্ছেন হার্দিক
পাওয়ার প্লে-র পরের ওভারে পর পর শিবম মাভিকে ছয়-চার মারছেন হার্দিক পান্ডিয়া।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে গুজরাত।
-
৫ ওভারে গুজরাত ৪৩/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- শুরুর ৫ ওভারে ওপেনার শুভমন গিলের উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে গুজরাত টাইটান্স।
-
৩ ওভারে গুজরাত ৩১/১
- ৩ ওভারের খেলা শেষ।
- প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে গুজরাত তুলেছে ৩১ রান।
- ক্রিজে ঋদ্ধিমান সাহা ও হার্দিক পান্ডিয়া।
- ঋদ্ধি ও হার্দিক দু’জনই ব্যাট করছেন ১১ রানে।
-
ঋদ্ধির দারুণ ছয়-চার
উমেশ যাদবের তৃতীয় ওভারের পঞ্চম ও ছয় নম্বর বলে পরপর দারুণ একটা ছয় ও চার মারলেন ঋদ্ধিমান সাহা।
-
গিল আউট
টিম সাউদি প্রথম ধাক্কা দিলেন গুজরাতকে। ওপেনার শুভমন গিল আউট। ৭ রান করে মাঠ ছাড়লেন গিল।
-
গুজরাতের ইনিংস শুরু
টাইটান্সদের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা।
-
গুজরাতের প্রথম একাদশ
গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি ও যশ দয়াল।
Vijay ? Hardik!#PapaPandya is back in the line-up for #KKRvGT ?#SeasonOfFirsts #AavaDe #TATAIPL pic.twitter.com/qG1MLrFkbx
— Gujarat Titans (@gujarat_titans) April 23, 2022
-
কেকেআরের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), রিংকু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।
Any thoughts on our Playing XI? ?@winzoofficial #KKRHaiTaiyaar #KKRvGT #IPL2022 pic.twitter.com/K4jU68XhZi
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2022
-
৩৫তম ম্যাচে এসে টস জিতে প্রথমে ব্যাটিং বাছল কোনও দল
চলতি আইপিএলের ৩৫তম ম্যাচে এসে এই প্রথম টসে জিতে ব্যাটিং বেছে নিল গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
#TitansFAM, he's back! ?#KKRvGT | #AavaDe | #TATAIPL | #PapaPandya pic.twitter.com/o1B85ZUeLW
— Gujarat Titans (@gujarat_titans) April 23, 2022
Toss Update ?@gujarat_titans have won the toss and elect to bat first.
Follow the match ▶️ https://t.co/GO9KvGCXfW#TATAIPL | #KKRvGT pic.twitter.com/ehxJfeLVgf
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
-
টস আপডেট
শ্রেয়সের নাইটদের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
-
পয়েন্ট টেবলে কোথায় গুজরাত
গুজরাত টাইটান্স কেকেআরের থেকে আপাতত একটা কম ম্যাচে খেলেছে। ৬ ম্যাচের ৫টিতে জিতে ও ১টি হারের মুখ দেখে লিগ টেবলের এক নম্বরে ছিল হার্দিকের টাইটান্সরা। তবে গতকাল রাজস্থান জেতায় দুইয়ে নেমে গিয়েছে গুজরাত। ১০ পয়েন্ট রয়েছে সামিদের ঝুলিতে।
-
পয়েন্ট টেবলে কোথায় কেকেআর
এ বারের আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচে খেলেছে কেকেআর। তার মধ্যে তিনটিতে জয় জুটেছে নাইটদের কপালে এবং ৪টি ম্যাচে হারতে হয়েছে নীতিশ রানাদের। লিগ টেবলের সাত নম্বরে রয়েছে নাইটরা।
-
অপেক্ষার আর মাত্র ১ ঘণ্টা
আর কিছুক্ষণ পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কেকেআর-গুজরাত।
Hello and welcome from the DY Patil Stadium ?
It's a double-header on a Super Saturday as @KKRiders face @gujarat_titans in Match 3️⃣5️⃣ of the #TATAIPL 2022 ?
Who will emerge victorious in this clash? #KKRvGT pic.twitter.com/iqZp4Cnrti
— IndianPremierLeague (@IPL) April 23, 2022
Published On - Apr 23,2022 2:30 PM